Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির বর্ষসেরা একাদশে নেই সাকিব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ০১:১১ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ০১:১১ PM

bdmorning Image Preview


গতবছর স্বপ্নীল এক বিশ্বকাপই কাটিয়েছেন বাংলাদেশ দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলের ফলাফল যেমনই হোক, ব্যাট-বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। একাই টেনেছিলেন দলকে। যার সুবাদে ক্রিকেটের বাইবেলখ্যাত উইজডেনসহ ২০১৯ সালে বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছিলেন তিনি।

কিন্তু উল্টো পথে হাঁটলো বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তাদের নির্বাচিত বর্ষসেরা ওয়ানডে একাদশে নেই সাকিব আল হাসান। শুধু তাই নয়, নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারও। বিরাট কোহলির নেতৃত্বে গড়া একাদশে সর্বোচ্চ ৪ জন রয়েছেন ভারতীয় ক্রিকেটার। এছাড়া ২ জন করে আছে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড থেকে।

অথচ বিশ্বকাপে খেলা ৮ ম্যাচে ৫ ফিফটি ও ২ সেঞ্চুরিতে প্রায় ৮৭ গড়ে ৬০৬ রান করেছিলেন সাকিব। যে ম্যাচে ফিফটি পেরুতে পারেননি, সেটিতেও করেছিলেন ৪১ রান। সবমিলিয়ে বিশ্বকাপের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সাকিব। এছাড়া বছরজুড়ে ১১ ম্যাচে ৯৩.২৫ গড়ে ৭৪৬ রানের পাশাপাশি বল হাতে ১৩টি উইকেটও শিকার করেছিলেন তিনি।

আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে একমাত্র অলরাউন্ডার হিসেবে রয়েছেন ইংল্যান্ডের বেন স্টোকস। যিনি জিতেছেন বর্ষসেরা ক্রিকেটারেরও পুরস্কার। এই একাদশের উইকেটরক্ষকের দায়িত্ব বর্তেছে স্টোকসের স্বদেশি জস বাটলারের কাঁধে।

একইসঙ্গে বর্ষসেরা টেস্ট একাদশও ঘোষণা করেছে আইসিসি। স্বাভাবিকভাবেই সেখানে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটার। সর্বোচ্চ ৫ জন রয়েছেন অস্ট্রেলিয়া থেকে। এছাড়া নিউজিল্যান্ড থেকে ৩ ও ইংল্যান্ডের ২ জন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন বর্ষসেরা টেস্ট একাদশে।

Bootstrap Image Preview