Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফর নিয়ে সমালোচনা করতে নিষেধ করলেন পাপন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM

bdmorning Image Preview


চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বৈঠকের মাধ্যমে সফরটি নিয়ে সমঝোতায় পৌঁছান।

যদিও কদিন আগেই বিসিবি সভাপতি জানিয়েছিলেন, তারা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান পাকিস্তানের মাটিতে। বুধববার (১৫ জানুয়ারি) দেশে ফিরে পাপন জানিয়েছেন তারা আগের অবস্থানেই আছেন। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি। এই সফর নিয়ে সমালোচনার কিছু দেখছেন না বিসিবি সভাপতি।

পাপন বলেছেন, 'আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভাল জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।'

নাজমুল হাসানের কথায় বোঝা যাচ্ছে একপ্রকার বাধ্য হয়েই পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুবাইয়ে দুই বোর্ডে সভায় উপস্থিত ছিলেন পিসিবির সিইও ওয়াসিম খানও। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। 

তিন ভাগে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজটি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর। টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।

৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ-তামিমরা। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। 

Bootstrap Image Preview