Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশের হয়ে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে উচ্ছসিত ব্রাভো

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১১:৩৪ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১১:৩৪ AM

bdmorning Image Preview


অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর নিজেকে তরুণ মনে হচ্ছে ডোয়াইন ব্রাভোর। দেশের হয়ে আবারও প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় দারুণ খুশি ৩৬ বছর বয়সী এই ক্যারিবিয়ান অলরাউন্ডার। 

২০১৮ সালের অক্টোবরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ব্রাভো। মাত্র এক বছরের মাথায় অবসর ভেঙে আবারও ফেরার ঘোষণা দেন তিনি। এরই মধ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পেয়েছেন এই তারকা অলরাউন্ডার। 

দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় থাকা ব্রাভো বলেন, ‘আমি আবারও বাচ্চাদের মতো অনুভব করছি। আমি জনাব হার্পারের (ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক রজার হার্পার) কল পেয়েছি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার জন্য এবং তারা আমাকে ফিরে পাওয়ার প্রত্যাশায় ছিল। আবারও উইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়ায় আমি দারুণ খুশি এবং আমি আমার সেরাটা দেওয়ার অপেক্ষায় রয়েছি।’

দেশের হয়ে শুধু টি-টোয়েন্টিতেই খেলবেন ব্রাভো। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফেরার ঘোষণা দিচ্ছি। একবার নির্বাচিত হলে আমি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটে খেলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আমার মনে হয় এটা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, সমর্থক এবং তরুণ প্রতিভাবানদের জন্য রোমাঞ্চকর হবে।’

আগামী ১৫, ১৯ এবং ২০ জানুয়ারি ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। এই সিরিজ দিয়ে প্রত্যাবর্তন ঘটবে ২০১৬ সালে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ব্রাভোর। 

ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), ডোয়াইন ব্রাভো, শেল্ডন কটরেল, শিমরন হেটমেয়ার, ব্রেন্ডন কিং, এভিন লুইস, খারি পিয়েরে, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, শেরফানে রাদারফোর্ড, লেন্ডল সিমন্স, হেইডেন ওয়ালশ জুনিয়র ও কেসরিক উইলিয়ামস।  

Bootstrap Image Preview