Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এই সিন্ধান্তে অনড় থাকতে পারবেন বিরাট? 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১০:৫১ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১০:৫১ AM

bdmorning Image Preview


ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের  প্রথম ম্যাচেই ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা করেছে টিম ইন্ডিয়া। দারুণ ফর্মে থাকা কেএল রাহুলকে সুযোগ দিতে গিয়ে ৪ নম্বরে ব্যাটিং করতে এসেছেন বিরাট কোহলি। ওপেনিং করেছেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান। 

রোহিত আউট হওয়ার পর মাঠে নামেন কেএল রাহুল। দক্ষিণী ডান হাতি ফেরার পর বিরাট কোহলি নামেন। ১৪ বলে ১৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক। ব্যুমেরাং হয়েছে টিম  ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। দলের কোনও লাভ হয়নি। 

সে কথাই শোনা গেল অজি ওপেনার ম্যাথু হেডেনের মুখে। তাঁর মতে, ২৩০টার মতো একদিনের ম্যাচে ১৮০টায় ৩ নম্বরে খেলেছে বিরাট কোহলি। ১০ হাজারের উপরে তাঁর রান। বিরাটের ব্যাটিং অর্ডার নিয়ে বিতর্কের কোনও সুযোগই নেই। তিন নম্বরই ওর আদর্শ জায়গা।

কী বলছে পরিসংখ্যান? 

৩ নম্বরে নেমে বিরাটের ব্যাটিং গড় ৬৩.৪। সেখানে ৪ নম্বরে তাঁর গড় ৫৬.৫। চার নম্বরে নেমে শেষ সাতটি ইনিংসে বিরাটের স্কোর যথাক্রমে ৯,৪,৩*,১১,১২,৭ ও ১৬। 

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজে প্রথম ম্যাচেই হেরে বসে আছে টিম ইন্ডিয়া। ১০ উইকেটে ম্যাচ পকেটে পুরে নিয়েছে অজিরা।        

Bootstrap Image Preview