Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পিসিবিকে ধন্যবাদ জানালো বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জানুয়ারী ২০২০, ১০:২৪ AM
আপডেট: ১৫ জানুয়ারী ২০২০, ১০:২৪ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ও পাকিস্তান সফরের জটিলতা নিরসন হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি মনে করে, পিসিবি তাদের অবস্থান অনুধাবন করেছে।
 

দীর্ঘদিন ধরে এ সফরের বিষয়টি ঝুলে ছিল, বিষয়টির সমাধানে মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি শশাঙ্ক মনোহরের উপস্থিতিতে বসেছিলেন বিসিবি ও পিসিবির প্রধান। সভায় উপস্থিত ছিলেন দুই বোর্ডের প্রধান নির্বাহীও। সেখানে সফরের বিষয়ে ঐকমত্যে পৌঁছায় দুই বোর্ড।

দুই বোর্ডের সমঝোতায় বাংলাদেশ দল তিন মাসে তিন বার যাবে পাকিস্তান। প্রথম দফা জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ফেব্রুয়ারিতে একটি টেস্ট। এপ্রিলে আবার একটি ওয়ানডে ও সিরিজের বাকি টেস্ট। বাংলাদেশ খেলবে লাহোর, রাওয়ালপিন্ডি ও করাচিতে।

পাকিস্তান সফর নিশ্চিত করে পিসিবিকে একটি ধন্যবাদ দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান, ‘আমাদের অবস্থান বোঝার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই। আমরা খুশি যে উভয় পক্ষ একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছেছে। আইসিসির এফটিপিকে সম্মান জানানোর এটি এক উজ্জ্বল দৃষ্টান্ত।’

Bootstrap Image Preview