Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আইপিএলের আগেই ভারতে পা-রেখে উপহার পেলেন কামিন্স  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:১২ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৬:১২ PM

bdmorning Image Preview


ত্রয়োদশ আইপিএল নিলামে প্যাট কামিন্সকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছে কলকাতা নাইটরাইডার্স৷ আইপিএল নিলামের ইতিহাসে এটাই কোনও বিদেশি ক্রিকেটারের সর্বোচ্চ দাম৷ আইপিএল খেলার আগে ভারতের মাটিতে দারুণ উপহার পেলেন এই অজি পেসার।  

ভারতের বিরুদ্ধে মাঠে নেমেই সফল কামিন্স৷ মঙ্গলবার ওয়াংখেড়েয় সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে বল হাতে সফল এই অজি পেসার৷১০ ওভারে ৪৪ রান দিয়ে ভারতীয় ইনিংসের দু’টি উইকেট তুলে নেন তিনি৷ ভারতীয় ইনিংসের সর্বোচ্চ রান সংগ্রহকারী শিখর ধাওয়ান ও মারকুটে ঋষভ পন্ত তাঁর শিকার৷

তবে দেশের জার্সিতে ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই দারুণ এক পুরস্কার পান নাইটদের এই তারকা পেসার৷ এক ফ্যানের কাছ থেকে ২০১৫ সালে তাঁর কেকেআর জার্সি উপহার হিসেবে পান কামিন্স৷

উপহার হাতে নিয়ে এক ভিডিও বার্তা আপ্লুত কামিন্স বলেন, ‘অনেক দিন পর আমি ভারতে ফিরেছি৷ আমার অনেক সমর্থক রয়েছে৷ তাদের একজন আমাকে ২০১৫ সালে আমারই নাইট জার্সি উপহার দিয়েছে৷ এর সঙ্গে আমার অনেক স্মরণীয় মুহূর্ত জড়িয়ে রয়েছে৷ সুতরাং আগামী মরশুম নিয়ে আমি ভীষণ উত্তেজিত৷’
সূত্রঃকলকাতা 

Bootstrap Image Preview