Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আর্চারের হেনস্থকারীকে শাস্তি দিল  কিউই  বোর্ড

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ০৫:৪৯ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০৫:৪৯ PM

bdmorning Image Preview



গত নভেম্বরে ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরের সময় জোফ্রা আর্চারের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষী মন্তব্য করা এক দর্শককে দু’বছরের জন্য নির্বাসিত করল কিউই  বোর্ড৷ আগামী দু’বছর নিউজিল্যন্ডের কোনও মাঠে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট দেখতে হাজির থাকতে পারবেন না ২৮ বছর বয়সি ওই ব্যক্তি৷ 

মাউন্ট মাউনগানুইয়ে টেস্ট চলাকালীন গ্যালারি থেকে জোফ্রা আর্চারের উদ্দেশ্যে আপত্তিজনক মন্তব্য করেন ২৮ বছর বয়সি ওই ব্যক্তি৷ আর্চার বিষয়টি আইসিসি’র দায়িত্বপ্রাপ্ত আধিকারিকে জানানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও প্রকাশ করেন৷ 

কিউই অধিনায়ক উইলিয়ামসন তৎক্ষণাৎ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন অর্চারের কাছে৷ নিউজিল্যান্ড বোর্ডের তরফেও আর্চারের কাছে দুঃখ প্রকাশ করা হয়৷
 
কিউই বোর্ড পুলিশের দ্বারস্ত হলে ঘটনার তদন্ত করে অকল্যান্ডের ওই ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ৷ বোর্ডের তরফে সংশ্লিষ্ট ব্যক্তিকে ২ বছর মাঠে না আসার কথা জানিয়ে দেওয়া হয়৷ এও জানানো হয় যে, নির্বাসন উপেক্ষা করে মাঠে এলে তার বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে৷

Bootstrap Image Preview