Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খালেদ মাহমুদ সুজনকে প্রশংসায় ভাসালেন আমির

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৫০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ৬ উইকেট নিয়ে খুলনা টাইগার্সকে ফাইনালে নিয়ে গেছেন মোহাম্মদ আমির। এই পাকিস্তানি পেসার ৪ ওভারে মাত্র ১৭ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন।

বিপিএলের ইতিহাসে যা সেরা বোলিং পরিসংখ্যানের রেকর্ড। চোখ ধাঁধানো এমন পারফরম্যান্সের পর খুলনা টাইগার্সের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে প্রশংসায় ভাসিয়েছেন আমির। বাংলাদেশের সাবেক এই অলরাউন্ডারের বিনয়ের প্রশংসা করেছেন তিনি।

সুজনের সম্পর্কে আমির বলেছেন, ‘সুজন ভাই অসাধারণ একজন মানুষ। বাংলাদেশের প্রত্যেকেই তা জানে। খুবই বিনয়ী মানুষ। তার সঙ্গে আমার অভিজ্ঞতা দারুণ। সত্যিই খুব ভালো মানুষ।’

এবার প্রথমবারের মতো বিপিএল ফাইনাল খেলার হাতছানি আমিরের সামনে। ২০১৭ বিপিএলে তাঁর দল ঢাকা ডায়নামাইটস ফাইনালে উঠলেও একাদশে তাঁর জায়গা ছিল না। অবশ্য সেই ম্যাচ নিয়ে আক্ষেপ নেই আমিরের।

আমির বলেন, ‘আশা করছি এবারের বিপিএলের ফাইনালে আমি খেলতে পারবো (হাসি) । ২০১৭ সালের ফাইনালের কথা হয়তো বলছেন। ওটা দলের পরিকল্পনার অংশ ছিল। সেরা কম্বিনেশনের কারণেই হয়তো জায়গা পায়নি। তাই কোনো আক্ষেপ নেই। ’

ফাইনালের আগে এমন আগুন ঝরা বোলিং বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে বলেই জানালেন আমির, ‘এটা সব সময়ই ভালো অনুভূতি দেয়। এরকম পারফরম্যান্স সব সময়ই বোলারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। পরবর্তী ম্যাচের জন্য ভালো ছন্দ পাওয়া যায়। এটা আমার জন্য এবং দলের জন্য ভালো খবর। আমরা ফাইনালে উঠেছি। ভালো বোলিং করেছি। আশা করছি ফাইনালেও একই ছন্দ ধরে রাখতে পারবো।’

Bootstrap Image Preview