Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমিরের পথে হাটতে চান রাহি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৩০ PM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ১২:৩০ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে সময়টা মোটেই ভালো যাচ্ছে না আবু জায়েদ রাহির। রাজশাহী রয়্যালসের হয়ে এই পেসার ৯ ম্যাচ খেলে নিয়েছেন ৬ উইকেট। 

চোখের সামনে সোমবার (১৩ জানুয়ারি) মোহাম্মদ আমিরের আগুনে বোলিং দেখেছেন রাহি। এই পাকিস্তানি পেসারের সুইং আর বাড়তি বাউন্সে নাকাল হয়েছে রাজশাহী। আমির একাই রাজশাহীর ৬ উইকেট তুলে নিয়েছেন।

দারুণ এক সুইংয়ে রাজশাহীর ওপেনার লিটন দাসকে বোল্ড করেছেন আমির। বলটি মনে ধরেছে রাহির। ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে রাহি জানিয়েছেন, এমন বোলিং যে কোনো বোলারেরই স্বপ্ন।

তিনিও আমিরের মতো এমন বোলিং করতে চান। এ প্রসঙ্গে রাহি বলেন, 'লিটন বোল্ড হয়েছে যে বলে, এটা যেকোনো বোলারের ড্রিম বল। এইটাই চোখে ভাসছিল এমন বোলিং করতে পারবো কবে।'

পর্যাপ্ত সুযোগের অভাবে বিপিএলে ভালো বোলিং করতে পারছেন না বলে জানিয়েছেন রাহি। তাঁর মতে নতুন বলে বোলিং না পাওয়া, বোলিং কোটা পূর্ণ করতে না পারাই তাঁর বাজে বোলিংয়ের কারণ।

রাহি বলেছেন, 'অবশ্যই খারাপ বিপিএল যাচ্ছে। বোলিং করার সুযোগ পাচ্ছি না। দুই ওভার এক ওভার আবার নতুন বলেও বোলিং পাচ্ছি না। যেহেতু আমার ডেপথ হচ্ছে সুইং এই জায়গায় বোলিং করার সুযোগই পাচ্ছি না।' ৃ

Bootstrap Image Preview