Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নাফিস ইকবলের দেখানো পথে হেটেই আমিরের ৫ উইকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ১১:৫৯ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ০১:১২ PM

bdmorning Image Preview


খুলনা টাইগার্সের ম্যানেজার নাফিস ইকবালের কথা রেখেছেন মোহাম্মদ আমির। বোলিংয়ে নামার আগে পাকিস্তানের এই পেসারকে পাঁচ উইকেট নিতে বলেছিলেন খুলনার ম্যানেজার।

ম্যাচে সেটাই করে দেখিয়েছেন আমির। তবে পাঁচ উইকেট নয়, একটি বেশিই নিয়েছেন পাকিস্তানের এই পেসার। খুলনার হয়ে সংবাদ সম্মেলনে আসা আমির ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি জানিয়েছেন।

৪ ওভার বোলিং করে ১৭ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট আমির। নিজের প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করে পাকিস্তানের এই পেসার নেন ৪ উইকেট। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে রাজশাহীর ইনিংসের ১৭তম ওভারে আমির তুলে নেন আরও ২ উইকেট।

বোলিং শেষে খুলনার ড্রেসিং রুমের দিকে পাঁচ আঙ্গুল তুলে ইশারা করতে দেখা যায় আমিরকে। বিষয়টি আমিরের কাছে জানতে চাওয়া হলে প্রেস কনফারেন্স থেকে বেড়িয়ে যাওয়ার পথে তিনি বলেন, `খুলনার ম্যানেজার (নাফিস ভাই) আমাকে বলেছিলেন পাঁচ উইকেট নিতে। সেটাই দেখাচ্ছিলাম ইশারা দিয়ে।'

এদিন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রেকর্ড বইয়ে নাম লেখিয়েছেন মোহাম্মদ আমির। খুলনা টাইগার্সের জার্সিতে রাজশাহী রয়ালসের বিপক্ষে বাঁহাতি এই পেসার শিকার করেন বিপিএলের সেরা বোলিং ফিগার।

রাজশাহী রয়্যালসকে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের ফাইনালে উঠেছে খুলনা। বুধবার দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী রয়্যালস। এই ম্যাচের জয়ী দল শুক্রবার সন্ধ্যা ৭টায় খুলনার বিপক্ষে ফাইনালে লড়বে।

Bootstrap Image Preview