Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপুল সংখ্যক বাংলাদেশি ও পাকিস্তানি উদ্বাস্তু চিহ্নিত : যোগির মন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২০, ১১:৫৭ AM
আপডেট: ১৪ জানুয়ারী ২০২০, ১১:৫৭ AM

bdmorning Image Preview


ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে উদ্বাস্তদের চিহ্নিত করে সিএএ কার্যকর করার প্রক্রিয়া শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। যোগি আদিত্যনাথের মন্ত্রী শ্রীকান্ত শর্মা এ কথা জানিয়েছেন।

তিনি বলেছেন, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের নোটিশ উত্তরপ্রদেশের সব জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। সকল জেলাশাসকদের তথ্য সংগ্রহেরও নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রথম তালিকায় ৩২ হাজারের বেশি উদ্বাস্তু চিহ্নিত করা হয়েছে। উত্তরপ্রদেশের মোট ২১টি জেলা থেকে তাদের চিহ্নিত করা হয়। রাজ্যজুড়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী প্রক্রিয়া শুরু হয়েছে।

তিনি স্পষ্ট করে বলেন, চিহ্নিতরা সবাই আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের। প্রথম তালিকায় রয়েছে উত্তরপ্রদেশের সাহারানপুর, গোরক্ষপুর, আলিগড়, রামপুর, প্রতাপগড়, পিলিভিট, লখনৌ, বারানসি, বাহারাইচ, লক্ষ্মীপুর, রামপুর, মিরাট, আগ্রা।

জানা গেছে, পিলিভিটে সবচেয়ে বেশি উদ্বাস্ত চিহ্নিত করা হয়েছে। যদিও সঠিক কোনো সংখ্যা জানা যায়নি। রাজ্য সরকারের পক্ষ থেকে তা শিগগিরই জানানো হবে।

শ্রীকান্ত শর্মা জানান, চিহ্নিতকরণ প্রক্রিয়া চলছে, তথ্য এলেই তালিকা আপডেট করা হবে

Bootstrap Image Preview