Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবারও বাংলাদেশের হয়ে কাজ করতে আসছেন রস টার্নার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০২:৫১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০২:৫১ PM

bdmorning Image Preview


কোচদের কোচ হিসেবে তাকে চেনে ক্রিকেট বিশ্ব। বিসিবি একাডেমি যখন গঠিত হয়, তখন এটির কোচিং পরিচালনায় ছিলেন রস টার্নার। অস্ট্রেলিয়ান অভিজ্ঞ ক্রিকেট প্রশিক্ষক আবারও আসছেন বাংলাদেশে। দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ২০২২ সাল পর্যন্ত কাজ করার প্রস্তাব দেয়া হয়েছে তাকে।

এই তিন বছরে বাংলাদেশের কোচ, আম্পায়ার ও কিউরেটরদের মান উন্নয়নে কাজ করবেন টার্নার। রোববার বিসিবির কার্যনির্বাহী কমিটির সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানান এ কথা।

‘বিসিবি ২০২০-২০২২ পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে। আমাদের ক্রিকেট এখন যে পরিস্থিতিতে এসেছে আরেকটু উন্নতি করতে গেলে কী কী করতে হবে সেটি নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা একজন পরামর্শক নিয়োগ দিতে চেয়েছিলাম, তার একটা প্রস্তাব ছিল আমাদের এই বোর্ড সভায়, সেটা অনুমোদন দিলাম। সে (টার্নার) বাংলাদেশে তিন বছরের প্রশিক্ষণ কর্মসূচি করাবে। এই বছর থেকেই শুরু করবে। গুরুত্ব দেয়া হবে আম্পায়ার, কোচ ও কিউরেটরদের মান বৃদ্ধি করার জন্য।’

‘পাশাপাশি শিক্ষা বিষয়ক কার্যক্রমের ব্যবস্থা করা হবে। এর সাথে সাথে ডিজিটাল ডাটাবেজ ও রিসোর্সেস যা আছে এগুলোর উপরে টানা তিন বছর ধরে প্রশিক্ষণ হবে। যা খুব শিগগরিই শুরু হয়ে যাবে।’

Bootstrap Image Preview