Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বর্ষসেরার পুরস্কারে কোহলিকে পেছনে ফেলে সেরা বুমরাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২০, ০১:২১ PM
আপডেট: ১৩ জানুয়ারী ২০২০, ০১:২২ PM

bdmorning Image Preview


বিশ্ব ক্রিকেটে বর্তমানে সেরা ক্রিকেটার কে? এমন প্রশ্নের জবাবে যে অল্প কয়েকটি নাম আসবে, তার মধ্যে অন্যতম ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে প্রতিপক্ষের ওপর সওয়ার হতে তার জুরি নেই। তিন ফরম্যাটের ক্রিকেটেই তিনি রান করেন সমান তালে। ব্যাটিং করতে নামলেই যেনো নতুন কিছু যোগ হয় তার রেকর্ডের পাতায়।

অথচ এই কোহলি কি না ভারতেরই সেরা ক্রিকেটার নন! ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে ঘোষিত ২০১৮-১৯ (১ অক্টোবর ২০১৮ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৯) মৌসুমের জন্য ঘোষিত বর্ষসেরার পুরস্কারে কোহলিকে পেছনে ফেলে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ডানহাতি পেসার জাসপ্রিত বুমরাহ।

আগামী রোববার মুম্বাইয়ে জাকজমকপূর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেয়া হবে বুমরাহর হাতে। একই সময়ে নারী ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হবেন পুনম যাদভ। এবারের বর্ষসেরা পুরস্কারে অন্তত ২৫টি বিভাগে পুরস্কার দেয়ার কথা ভাবছে বিসিসিআই।

রঙিন পোশাকের ক্রিকেটে আগে থেকেই জাতীয় দলে নিয়মিত ছিলেন বুমরাহ। ২০১৮ সালের জানুয়ারিতে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর আলো ছড়িয়েছেন এই ফরম্যাটেও। এশিয়ার প্রথম বোলার হিসেবে গড়েছেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজে পাঁচ উইকেট নেয়ার রেকর্ড। এর মধ্যে আবার ছিলো একটি হ্যাটট্রিকও।

এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে ১২ ম্যাচে ৬২ উইকেট শিকার করেছেন বুমরাহ। আর পুরস্কারের জন্য বিবেচিত সময়ে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে ৩০ ম্যাচে ৭৩ উইকেট নিজের ঝুলিতে পুরেছেন এ ডানহাতি পেসার। তার ধারাবাহিক পারফরম্যান্সের কল্যাণেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জিততে পেরেছিল অস্ট্রেলিয়া। এর পুরস্কারস্বরুপ একটি স্মারক ট্রফি, স্মারক বার্তা ও ১৫ লাখ ভারতীয় রূপি পাবেন বুমরাহ।

অন্যদিকে গত দুই বছর ধরেই ওয়ানডে ক্রিকেটে ভারতীয় নারী দলের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী পুনম যাদভ। তার লেগস্পিনের জাদু বেশ কার্যকর ভূমিকা রাখে টি-টোয়েন্টি ক্রিকেটেও। মূলত ওয়ানডের (৩৯) চেয়ে তিনি টি-টোয়েন্টিতেই (৫১) বেশি উইকেট শিকার করেছেন। যার সুবাদে বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কারটি উঠতে যাচ্ছে তারই হাতে।

 

Bootstrap Image Preview