Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাকিস্তান সফরে ৩টি টি-টোয়েন্টি খেলার অনুমতি পেয়েছে বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:৫৫ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:৫৫ PM

bdmorning Image Preview


১২ই জানুয়ারি ছিল বিসিবির বার্ষিক বোর্ড সভা। যেখানে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল পাকিস্তান সফরের। কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌছায়নি বোর্ড। তবে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, এই সফরে সরকার থেকে তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলার অনুমতি পেয়েছে বিসিবি।

এই প্রসঙ্গে বিসিবির বস জানিয়েছেন, পাকিস্তান গেলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতেই যাবে বাংলাদেশ। আপাতত বা এখন টেস্ট খেলবে না এবং সেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হবে অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। মাত্র ৬/৭ দিনের।

তিনি আরও বলেন, বোর্ড প্রধান বলেন, `কে কি বললো এটা গুরুত্বপূর্ণ না। আমি মনে করি ওদের বোঝা উচিৎ। আমরা এতো বছর সেখানে যাইনি। এর পেছনে একটাই কারণ ছিল নিরাপত্তা ইস্যু।' 

`এতো বছর পর বাংলাদেশ সেখানে যাচ্ছে, এটা যদি আমরা যাই। ওদের তো খুশি হওয়া উচিৎ। এটা যদি চিন্তা না করে ওরা যদি জোর করে আমার মনে হয় এটা ঠিক হবে না।' আরও যোগ করেন পাপন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় পাকিস্তানে ক্রিকেট ফিরুক। বোর্ড সভাপতি পরিষ্কার করে জানিয়েছেন, বাংলাদেশও চায় পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক। পাপন আরও বলেন, `পাকিস্তানে ক্রিকেট ফিরে আসুক এটার বিরোধিতা করছি না। সে দেশে ক্রিকেট ফিরে আসুক এটা আমরা চাই। যদি আমরা বিরোধিতা করতাম তাহলে বলতাম টি-টোয়েন্টিও খেলবো না।' 

Bootstrap Image Preview