Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খেলা না খেলা সম্পূর্ণ মাশরাফির ওপর: দেবাশীষ চৌধুরী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ০৩:৪৬ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফ পর্বে মাশরাফির খেলা, না খেলার বিষয়টি তাঁর ওপর ছেড়ে দিয়েছে ঢাকা প্লাটুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, মাশরাফি খেলতে চাইলে ব্যবস্থা করে দেবে বিসিবি।

শনিবার খুলনা টাইগার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফিল্ডিংয়ের সময় ক্যাচ নিতে গিয়ে হাতের তালুতে মারাত্মক চোট পান ঢাকা প্লাটুন অধিনায়ক। ইনিংসের ১১তম ওভারে রাইলি রুশোর ক্যাচ লাফ দিয়ে ধরতে গিয়ে এই চোট পান তিনি।

রক্তাক্ত হাত নিয়ে সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন এই পেসার। এরপর ফিল্ডিংয়েও নামেননি। ম্যাচ শেষে জানা যায় ১৪টি সেলাই পড়েছে মাশরাফির হাতে। তবে এই চোট নিয়েই প্লে-অফ পর্বে খেলতে চান ঢাকার দলপতি।

ঢাকা প্লাটুনের ম্যানেজার আহসানউল্লাহ হাসান ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, মাঠে নামার সিদ্ধান্ত সম্পূর্ণ মাশরাফির ওপর। তিনি বলেন, 'মাশরাফি তো আগে থেকে যোদ্ধা। হাঁটুর চোট নিয়ে এতো বছর খেলে গেছে। বিপিএল প্লে-অফে মাঠে নামার সিদ্ধান্ত সম্পূর্ণ ওর ওপর ছেড়ে দিয়েছি আমরা।'

বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকফ্রেঞ্জিকে বলেন, `মাশরাফি যদি এই চোট নিয়ে খেলতে চায় তাহলে আমরা ব্যবস্থা করে দেব। চোট নিয়ে খেলতে পারবে না তা নয়। তারপরও সেলাই শুকাতে সময় লাগে। যদিও সে জানিয়েছে খেলতে চায়।'

সোমবার চলতি বিপিএলের এলিমেনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ঢাকা প্লাটুন। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচটি। পয়েন্ট টেবিলের তৃতীয় এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের লড়াই এটি। এই ম্যাচের জয়ী দল খেলবে প্রথম কোয়ালিফাইয়ারে পরাজিত দলের বিপক্ষে।

Bootstrap Image Preview