Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত সফরে নিজেদেরকে সতর্ক রাখছেন স্টিভ ওয়াহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১২:৩৪ PM

bdmorning Image Preview


ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারদের নিয়ে পুরো শক্তির দল নিয়ে ভারতে এসেছে অজিরা। তবু সফরকারীদের সতর্ক করেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ।

দলের দুই তারকা ব্যাটসম্যান স্মিথ-ওয়ার্নারকে ছাড়াই গত বছরের মার্চে ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জেতে অজিরা। এবার দলের সঙ্গে এসেছেন এই দুই বিশ্বমানের ব্যাটসম্যান। তারপরও ঘরের মাঠে বিরাট কোহলি, রোহিত শর্মাদেরই এগিয়ে রাখছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক।

স্টিভ ওয়াহ বলেন, 'দুই দলই দারুণ ক্রিকেট খেলে। বিশ্বের সেরা দুটো দলের লড়াই দেখতে পাব আমরা। এ বার অস্ট্রেলিয়ায় ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ আছে। মার্নাস ল্যাবুশেনের মতো ব্যাটসম্যান উঠে এসেছে।'

'গতবার ভারতের মাটি থেকে সিরিজ জিতে ফিরেছে অস্ট্রেলিয়া। যেটা বাড়তি আত্মবিশ্বাস দেবে। ওই সিরিজ জয়ের পর থেকে অ্যারন ফিঞ্চরা বিশ্বাস করতে শুরু করে, ওরা যে কোনও দলকে হারাতে পারে। কিন্তু এর পরেও বলব, ভারতের মাটিতে ভারতই এগিয়ে শুরু করবে।' যোগ করেন তিনি।

বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা দল ভারত। কিন্তু ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর কোনো টুর্নামেন্টের শিরোপা ঘরে তুলতে পারেনি তারা। তবে স্টিভ ওয়াহর বিশ্বাস, ভারতের শিরোপা জেতা এখন শুধু মাত্র সময়ের ব্যাপার। 

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক স্টিভ ওয়াহ বলেন, 'বড় প্রতিযোগিতা জেতা সোজা কথা নয়। তবে ভারতের অবশ্যই সেই সব ট্রফি জেতার ক্ষমতা আছে। যে কোনো প্রতিযোগিতায় ফেভারিট দলের মধ্যে ভারত থাকবেই। ভারতীয় ক্রিকেটপ্রেমীরা, আপনাদের ধৈর্য ধরতে হবে। ভারতের আবার বড় কোনো প্রতিযোগিতা জেতা স্রেফ সময়ের অপেক্ষা।'

আগামী ১৪ জানুয়ারি থেকে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ ১৭ এবং ১৯ জানুয়ারি

Bootstrap Image Preview