Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটে ফুল ফোটাচ্ছেন মুমিনুল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১১:১৮ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১১:১৯ AM

bdmorning Image Preview


‘টেস্ট ক্রিকেটার’ তকমা তার গায়ে। টাইগারদের ওয়ানডে, টি-টুয়েন্টি দলে জায়গা পাওয়া নিয়ে আশা ছেড়ে দিয়েছেন বললেই চলে। তবে এবারের বঙ্গবন্ধু বিপিএল তাকে দেখাল নতুন আশা। ৯ ম্যাচে ৭ ইনিংস খেলেই আড়াইশ ছাড়িয়েছেন (২৬৬ রান) ঢাকা প্লাটুনের বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

১২৫.৪৭ স্ট্রাইক রেটে মুমিনুলের গড় ৪৪.৩৩। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা দশে থাকা তামিম ইকবাল (১১১.৬৪), মোহাম্মদ মিঠুন (১২৩.৭৫), নাঈম শেখদের (১১৫.৪৩) চেয়ে বেশি স্ট্রাইক রেট এখন মুমিনুলের।

শনিবার কোয়ালিফায়ারে ওঠার লড়াইয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে মুমিনুল খেলেছেন ৯১ রানের দুর্দান্ত ইনিংস। খেলেছেন মাত্র ৫৯ বল। তার ইনিংসে ছিল ৪ ছয়, ৭ চার।

পাকিস্তানি বাঁহাতি পেসার মোহাম্মদ আমিরকে ছক্কা মেরে মুমিনুল ফিফটি পূর্ণ করেন ৪১ বলে। ব্যাটে ঝড় তুলে পরের ১৮ বলে নেন ৪১ রান। আউট হওয়ার আগে ৭ বল বাকি ছিল। ভাগ্য পাশে থাকল হয়ত দেশি ব্যাটসম্যানদের মধ্যে প্রথম সেঞ্চুরিটা চলে আসত মুমিনুলের ব্যাটেই।

জ্বরের কারণে প্রথম তিন ম্যাচ খেলতে না পারলেও পরের ম্যাচগুলিতে উত্তাপ ছড়িয়েছেন মুমিনুল। চট্টগ্রাম পর্বে প্রথম ম্যাচে নেমেই করেন ফিফটি। দ্বিতীয় ফিফটি পেয়েছেন নিজের সপ্তম ইনিংসে। খেলেছেন টি-টুয়েন্টিতে ক্যারিয়ারসেরা ইনিংস। ঢাকা পেয়েছে ২০৫ রানের পুঁজি।

Bootstrap Image Preview