Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতে চৌদ্দ সেলাই, মাশরাফির বিপিএল শেষ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২০, ১২:৫৫ AM
আপডেট: ১২ জানুয়ারী ২০২০, ১২:৫৫ AM

bdmorning Image Preview


চলতি বঙ্গবন্ধু বিপিএল শেষ হয়ে গেল ঢাকা প্লাটুনের ক্যাপ্টেন মাশরাফি বিন মর্তুজার। ক্যাচ ধরার সময় বাঁ হাতে বাঁহাতে গুরুতর চোট পেয়েছেন । যার জন্য চৌদ্দটি সেলাই দেওয়া হয়েছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ঢাকা প্লাটুনের উইকেটরক্ষক ব্যাটসম্যান এনামুল হক বিজয়ও জানিয়েছেন এমনটা।

খুলনা টাইগার্সের বিপক্ষে ফিল্ডিং করার সময় এই চোট পান মাশরাফি । ইনিংসের ১১তম ওভারে এই ঘটনা ঘটে।খুলনার বাঁহাতি ব্যাটসম্যান রাইলি রুশোর সজোরে মারা বলটি ঝাপিয়ে পড়ে ক্যাচ লুফে নিতে চেয়েছিলেন কাভারে ফিল্ডিংয়ে থাকা মাশরাফি। বলটি হাত ফসকে বেরিয়ে যার তাঁর। জীবন পান রুশো, কিন্তু মারাত্মক চোট পান মাশরাফি।

ম্যাচ শেষে বিজয় বলেন, 'মাশরাফি ভাইয়ের হাতের খুব খারাপ অবস্থা। ১০টার বেশি (১৪টি) সেলাইয়ের মতো দেয়া হয়ে ওনার হাতে।'

Bootstrap Image Preview