Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আমি একটু লাকি খুব কম বয়সে বিয়ে করে ফেলেছিঃ লিটন দাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৬:৩৭ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৬:৩৯ PM

bdmorning Image Preview


ব্যাটিং স্টাইলে একটু পরিবর্তন এনেছেন। সেই সাথে নিজেকে আগের থেকে বেশি ম্যাচিউর ভাবছেন। এই সব মিলিয়ে চলতি বিপিএলে রাজশাহী রয়্যালসের হয়ে ধারাবাহিক ব্যাটিং করছেন লিটন দাস।

ছন্দে থাকা লিটনের ব্যাটিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে নতুন খবর হলো তিনি তাঁর ব্যাটিং স্টাইলে একটু পরিবর্তন এনেছেন। এই প্রসঙ্গে লিটন বলেন, জি আমার ব্যাটিংয়ে একটু পরিবর্তন এসেছে। আগে আমি এভাবে ব্যাটিং করতাম না। আমি নিজের সঙ্গে অনেক কাজ করেছি, সেই কাজের কারণে আমার ফুট মুভমেন্টটা একটু পরিবর্তন হয়েছে। ফুট মুভমেন্ট না মূলত আমার মাথায় পজিশনটা একটু পরিবর্তন হয়েছে। শেষ দুই তিনটা ম্যাচেও আমি খেয়াল করেছি আমার মাথা নড়ে যাচ্ছে, এটা যেন না নরে এটা নিয়ে কাজ করছি।

জাতীয় দলে লিটন তামিম ইকবাল বা সৌম্য সরকারের সাথে ওপেনিংয়ে ব্যাটিং করে থাকেন। কিন্তু বিপিএলে আফিফের সাথে ওপেনিং ব্যাটিং সবার মন কেড়েছে। লিটন নিজেও অবশ্য আফিফের সাথে ব্যাটিং উপভোগ করছেন, ওর সাথে ব্যাটিং করে অনেক মজা পাচ্ছি। টি-টোয়েন্টিতে একটু এটাক করতেই হয় এখানে একটু রিক্স নিতে হবে মারতে হবে। এই দায়িত্বটা আফিফই নিয়ে নিয়েছে। প্রথম থেকেই এটাকিং খেলছে। আমি বল টু বল খেলার চেষ্টা করছি, বলেন লিটন।

ভালো পারফম্যান্সের জন্য লিটন মনে করেন তাঁর ম্যাচিউরিটি বেড়েছে। যার জন্য আগের থেকে অনেক দায়িত্ব নিয়ে খেলছেন, বেশি ম্যাচ আর ইনিংস তো স্বাভাবিক। আমি একটু লাকি খুব কম বয়সে বিয়ে করে ফেলেছি। বিয়ে জিনিসটা আমার ম্যাচুরিটি লেভেলটা হয়তো একটু বাড়িয়ে দিয়েছে। আমি এটা এভাবে ফিল করি। জানি না কে কিভাবে ফিল করে।আমি যখন ১৬-১৭তে খারাপ ক্রিকেট খেলেছি আমি তখন ন্যাশনাল টিমের বাইরে ছিলাম। সেই সময়টায় আমার ম্যাচুরিটি লেভেল একটু হাই হয়েছে। আমি কখনও অফ ফর্ম থাকিনি। ওই জায়গাটায় আমি অনেক ঠেকেছি এবং শিখেছি। ওই জায়গাটায় আমার ম্যাচুরিটি লেভেল বেড়েছে। প্লাস আমি মনে করি বিয়ের পরে ম্যাচুরিটি লেভেল একটু বেড়েছে। জানিনা কিভাবে এটা বেড়েছে কিন্তু বেড়েছে। মাঠে হোক কিংবা বাইরেই হোক।


 

Bootstrap Image Preview