Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিসিবির বোর্ড মিটিংয়ে পাকিস্তান সিরিজের চূড়ান্ত সিন্ধান্ত নাও হতে পারে! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৬:১৪ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৬:১৪ PM

bdmorning Image Preview


আসন্ন পাকিস্তান সিরিজ নিয়ে সঠিক সিন্ধান্তে পৌছাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড( বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড( পিসিবি)। দুই বোর্ডের মধ্যে একের পর এক প্রস্তাব আদান প্রধান হচ্ছে। কিন্তু একে অন্যের প্রস্তাবে রাজি হতে চাচ্ছেন না।

এই সিরিজের ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। শেষ সময় সিরিজ হবে কি না হবে সেটা বিসিবিও জানে না। তবে আগামীকাল ১২ তারিখ বিসিবির বোর্ড মিটিং ওই মিটিংয়ে পাকিস্তান সিরিজ নিয়ে চূড়ান্ত আলোচনা হবে বলে জানা যাচ্ছে। 

তবে সিরিজ আদৌ হবে কি না সেটি সঠিক ভাবে বলতে পারছেন না বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল উইনুস, হ্যাঁ এখান থেকে প্রস্তাব গেছে। আবার ওইখান থেকেও অনেক রকম প্রস্তাব এসেছে। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা যত কম সময় খেলে সেখান থেকে আসতে পারি। আমর চেয়েছিলাম ৩টি টি-টোয়েন্টি খেলে পরে টেস্টগুলো খেলতে। সেটা নিয়েও তারা রাজি হচ্ছে না। বলছে প্রথমে টেস্ট এরপর টি-টোয়েন্টি খেলো। এই ধরনেরও প্রস্তাব আসছে। এখনও কোনো কিছু সিদ্ধান্ত নেইনি। বোর্ড সভাপতি সহ কালকে বোর্ড মিটিংয়ে সব অপশন নিয়ে আলাপআলোচনা হবে। সেখান থেকে যেটা বেস্ট অপশন থাকে সেটাই পিসিবিকে জানাবো।'

তিনি আরও বলেন, সফর বাতিল হওয়ার ব্যাপারে এই মুহূর্তে আমি বলতে পারছি না। 
অবশ্যই থাকবে। আমাদের প্রধাণ বিষয় হচ্ছে খেলোয়াড়দের নিরাপত্তা। আমরা সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিবো। জেটাই নিয়ে থাকি আমরা। বলা মুশকিল। যেহেতু অনেকগুলো অপশন আছে। তাই সব কিছুর সিদ্ধান্ত কাল নেয়া হবে কিনা সেটা বলা মুশকিল। হতেও পারে নাও হতে পারে। 
 

Bootstrap Image Preview