Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আধিনায়কের ব্যাটে চ্যালেঞ্জিং সংগ্রহ চট্টগ্রামের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০৩:১৫ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০৩:১৫ PM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বিপিএলের ৪১তম ম্যাচে রাজশাহী রয়্যালসকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম। 

এই ম্যাচে দুর্দান্ত ব্যাট করেছেন চট্টগ্রাম অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ইনিংসের শেষ পর্যন্ত ৩৪ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন তিনি। যেখানে ৩টি ছক্কা এবং ২টি চার মারেন তিনি। আর তাঁর সঙ্গী হিসেবে মাঠ ছাড়েন জিয়াউর রহমান (৭)।

এছাড়া দুই ওপেনার ক্রিস গেইল এবং জুনায়েদ সিদ্দিকির ব্যাট থেকে আসে ২৩ রান করে। রাজশাহীর পক্ষে বল হাতে একটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি, শোয়েব মালিক, আফিফ হোসেন এবং তাইজুল ইসলাম।

এর আগে ম্যাচের শুরুতে খেলতে নামার পর দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি এবং ক্রিস গেইল। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৩৮ রানের। কিন্তু ইনিংসের সাত নম্বর ওভারের দ্বিতীয় বলে জুনায়েদকে ফরহাদ রেজার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। এক ছক্কা এবং দুই চারের সাহায্যে ২৩ বলে ২৩ রান করে বিদায় নেন জুনায়েদ।  

এরপর ইনিংসের দশ নম্বর ওভারে বোলিংয়ে এসে দলীয় ৬০ রানের মাথায় ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইলকে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ বানান তরুণ স্পিনার আফিফ হোসেন। ২১ বলে ২৩ রান করে আউট হন তিনি। বেশিক্ষণ টিকতে পারেননি ইমরুল কায়েস এবং চ্যাডউইক ওয়ালটনও। 

ইনিংসের ১১তম ওভারের পঞ্চম বলে ইমরুলকে আউট করে নিজের প্রথম উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। ১৮ বলে ১৯ রান করে আফিফের হাতে ক্যাচ দেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরদিকে ক্যারিবিয়ান ব্যাটসম্যান ওয়ালটন মাত্র ৪ রান করে আবু জায়েদ রাহির বলে বোল্ড হন।

৯৩ রানের সময় ৪ উইকেট হারিয়ে বসার পর পঞ্চম উইকেটে ৩৮ রানের জুটি গড়েন অধিনায়ক মাহমুদউল্লাহ এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। ১৯তম ওভারে বোলিংয়ে এসে এই জুটি ভাঙেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইরফান।

১৩১ রানের মাথায় সোহানকে রবি বোপারার হাতে ক্যাচ বানান তিনি। এক ছক্কা এবং ৪টি চারের সাহায্যে মাত্র ১৬ বলে ৩০ রান করেন সোহান। পরবর্তীতে মাহমুদউল্লাহ এবং জিয়াউর রহমানের ব্যাটে ইনিংস শেষ করে চট্টগ্রাম। সংক্ষিপ্ত স্কোরঃ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ১৫৫/৫ (২০ ওভার) (মাহমুদউল্লাহ ৪৮*, সোহান ৩০; মালিক ১/১১, আফিফ ১/১৮) 

Bootstrap Image Preview