Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুজিব বর্ষে বঙ্গবন্ধুর নামে শুরু জাতীয় স্কুল ক্রিকেট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০২:৩৯ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০২:৩৯ PM

bdmorning Image Preview


পর্দা ওঠেছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের ২০১৯-২০ মৌসুমের। শুক্রবার মিরপুর শের এ বাংলা ক্রিকেট স্টেডিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের আসরটি হবে বঙ্গবন্ধুর নামে।  

বেলা সাড়ে ১২টা নাগাদ স্কুল ভিত্তিক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিসিবির পরিচালক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন, বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী। এছাড়া প্রাইম ব্যাংকের পরিচালক এবং প্রধান নির্বাহী রাহেল আহমেদও ছিলেন সেখানে।

২০ জানুয়ারি থেকে শুরু হবে এবারের স্কুল ক্রিকেট। স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার কথা মাথায় রেখে এবার আগে শুরু হচ্ছে টুর্নামেন্টটি। খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন। প্রতিবারের মতো এবারও দেশের ৬৪টি জেলায় চলবে এই টুর্নামেন্ট।

সুজন বলেন, 'স্কুল ক্রিকেটটা সবকিছু মাথায় রেখে করতে হয়, বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শেষ হলে আমাদের স্কুল ক্রিকেটটা করতে হয়। আমরা এবার প্ল্যান করেছি জানুয়ারির ২০ তারিখ থেকে শুরু করার জন্য। আমি বিশ্বাস করি আমরা যেভাবে এগোচ্ছি সামনে আরও ভালো হবে। কিছু কিছু স্কুল এখন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। আমরা যদি সব স্কুলে ছড়িয়ে দিতে পারি, বাচ্চারা যদি ছোটো বেলা থেকেই ভালো ট্রেনিংয়ের আওতায় আসতে পারে সেটা আমাদের জন্য বিরাট একটা সফলতা হবে।'

সারা দেশের ৫৫৬ স্কুলের ১১১২০ জন ক্ষুদে ক্রিকেটার অংশ নেবে এবারের স্কুল ক্রিকেটে। ৬৪ জেলার চ্যাম্পিয়ন দলের অংশগ্রহণে হবে বিভাগীয় চ্যাম্পিয়নশিপ। ৭ বিভাগীয় চ্যাম্পিয়ন ও ঢাকা মেট্রোর সেরা দলের অংশগ্রহণে হবে জাতীয় চ্যাম্পিয়নশিপ।

দেশের ৭০ ভেন্যুতে হবে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট ২০১৯-২০ আসর। অনুষ্ঠিত হবে মোট ৯৬০টি ম্যাচ। ২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন ছিল কুমিল্লা হাই স্কুল। বগুড়ার রানার্স আপ হয়েছিল পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। ৪ বছর ধরে এই টুর্নামেন্টের সঙ্গে যুক্ত আছে প্রাইম ব্যাংক।

Bootstrap Image Preview