Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গেইল ইমরুলের বিদায়ে বিপাকে চট্টগ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২০, ০২:৩৩ PM
আপডেট: ১১ জানুয়ারী ২০২০, ০২:৩৩ PM

bdmorning Image Preview


১১ ম্যাচে আটটি জয় নিয়ে ইতোমধ্যেই পয়েন্ট তালিকার শীর্ষে আছে চট্টগ্রাম। গ্রুপ পর্বের শেষ ম্যাচে না জিতলে শীর্ষস্থান ধরে রাখাটা কিছুটা চ্যালেঞ্জিং তাদের জন্য। তাদের প্রতিপক্ষ রাজশাহী ১১ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে।

সমান জয় নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন। নেট রান রেটে ঢাকা ও রাজশাহী থেকে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে খুলনা টাইগার্স।

টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করেন চট্টগ্রামের দুই ওপেনার জুনায়েদ সিদ্দিকি এবং ক্রিস গেইল। এই দুই ব্যাটসম্যান উদ্বোধনী জুটি গড়েন ৩৮ রানের। কিন্তু ইনিংসের সাত নম্বর ওভারের দ্বিতীয় বলে জুনায়েদকে ফরহাদ রেজার হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান রাজশাহীর পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক। এক ছক্কা এবং দুই চারের সাহায্যে ২৩ বলে ২৩ রান করে বিদায় নেন জুনায়েদ।  

এই ম্যাচে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে মাহমুদউল্লাহর চট্টগ্রাম। লেন্ডন সিমন্সের পরিবর্তে আজ খেলছেন রায়াদ এমরিট। অপরদিকে কেসরিক উইলিয়ামসের বদলে দলে এসেছেন ইংল্যান্ডের তারকা পেসার লিয়াম প্ল্যাঙ্কেট এবং মুক্তার আলীর পরিবর্তে খেলছেন জুনায়েদ সিদ্দিকি। চট্টগ্রামের প্রতিপক্ষ রাজশাহী দলেও এসেছে পরিবর্তন। ইরফান শুক্কুরের পরিবর্তে আজ একাদশে সুযোগ পেয়েছেন পেসার আবু জায়েদ রাহি। 

ইনিংসের দশ নম্বর ওভারে বোলিংয়ে এসে ক্যারিবিয়ান হার্ডহিটার ক্রিস গেইলকে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান আফিফ হোসেন। ২১ বলে ২৩ রান করে আউট হন তিনি। তারপরই ফেরন ইমরুল। এতে বিপাকে পড়েছে চট্টগ্রাম।

সংক্ষিপ্ত স্কোরঃ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ  ৮৭/৩ (১৩ ওভার) (মাহমুদউল্লাহ ১৯*, ওয়ালটন ২*; মালিক ১/১১, আফিফ ১/১৮) 

 

Bootstrap Image Preview