Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বংশপরম্পরায় পাওয়া হাতঘড়ি হারালেন ওয়াসিম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ জানুয়ারী ২০২০, ০২:৪১ PM
আপডেট: ০৯ জানুয়ারী ২০২০, ০২:৪১ PM

bdmorning Image Preview


বংশপরম্পরায় পাওয়া হাতঘড়ি বিমানে হারিয়ে ফেলেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। ব্যক্তিগত কাজে দুবাই যাওয়ার পথে এমিরেটসের একটি বিমানে ঘড়িটি হারিয়ে ফেলেছেন সুইংয়ের সুলতানখ্যাত এ পেসার।

শুধু তাই নয়, ঘড়ি হারানোর পর এমিরেটস এয়ারলাইন কর্তৃপক্ষের তৎপরতাও যথেষ্ঠ মনে হয়নি ওয়াসিমের। যার ফলে তিনি ঘড়ির খোঁজে সাহায্য নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের।

বুধবার টুইটারে নিজের ঘড়ি হারিয়ে যাওয়ার খবর জানিয়ে এমিরেটস এয়ারলাইনসের সাহায্য প্রার্থনা করে ওয়াসিম লিখেন, 'ফ্লাইট ইকে-৬০৫ এর ১০এ কেএইচআই-ডিএক্সবি সিটে আমি আমার ঘড়ি হারিয়ে ফেলেছি। আমি এখন এমিরেটস এয়ারলাইনসকে অনুসরণ করছি। দয়া করে কেউ দ্রুত সাড়া দিন।'

এসময় তিনি জানান ঘড়িটি তার পারিবারিক উত্তরাধিকার সূত্রে পাওয়া। তাই এটি ফিরে পাওয়া খুব বেশি জরুরি। তিনি আরও লিখেন, 'দুবাইতে আমি সব কাস্টমার সার্ভিস পয়েন্টে যোগাযোগ করেছি। কিন্তু আমার মনে হয়নি তারা ঘড়ির খোঁজে যথেষ্ঠ করেছে। এটি আমার পারিবারিক উত্তরাধিকারী ঘড়ি।'

ওয়াসিমের এই টুইটের পর সাড়া দিতে একদমই দেরি করেনি এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ। টুইটের ৬ মিনিটের মধ্যেই রিটুইট করে তারা লিখেছে, 'ওয়াসিম, দয়া করে তোমার ঘড়ির ব্যাপারে বিস্তারিত তথ্য দাও আমাদের। একইসঙ্গে তোমার ফ্লাইটের ব্যাপারেও সব কিছু আমাদের মেইল করো। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে তোমাকে জানাবো। ধন্যবাদ।'

বিমানযাত্রায় এমন সমস্যা এবারই প্রথম নয় পাকিস্তানি কিংবদন্তির জন্য। গত বছরের জুলাই মাসে ইংল্যান্ডের ম্যানচেস্টার বিমানবন্দরে নিজের ইনসুলিন ব্যাগ নিয়েও ঝামেলায় পড়েছিলেন তিনি। সেবারও টুইটারে নিজের ক্ষোভ প্রকাশ করেছিলেন ওয়াসিম।

Bootstrap Image Preview