Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অবশেষে অগ্নিদগ্ধ অস্ট্রেলিয়ায় নামলো বৃষ্টি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:৪৩ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৯:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভয়াবহ দাবানলে জ্বলছে অস্ট্রেলিয়ার বিস্তির্ন বনাঞ্চল। গত সেপ্টেম্বর থেকে একটানা জ্বলে চলেছে এই আগুন। ইতিমধ্যে ধ্বংস করেছে কয়েক লক্ষ একর বন। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এই আগুন।

এ নিয়ে ঈশ্বরের কাছে সাহায্য চেয়ে প্রার্থনাও চলছে দেশটিতে। বৃষ্টির জন্য রবিবার এমনই এক প্রার্থণা অনুষ্ঠানে যোগ দেন ৫০ জনেরও বেশি মুসলিমের একটি দল। তারা সেখানে খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের পাশে নামাজ আদায় করেন। একইসঙ্গে প্রার্থণা করেন বৃষ্টির।

অবশেষে আজ রবিবার স্থানীয় সময় সকালে সামান্য হলেও বৃষ্টির দেখা মিলেছে। হাফিংটন পোস্ট এবং বিবিসি বিষয়টি নিশ্চিত করেছে। যদিও এই বৃষ্টি আগুন নেভাতে খুব একটা কার্যকর হচ্ছে না।

বিবিসির সাংবাদিক সাইমা খলিল বৃষ্টিভেজা গাড়ির উইন্ডোর ভিডিও দিয়ে টুইট করেছেন, ‘আমাদেরকে সকল অগ্নিনির্বাপণ কর্মীরা বারবার বলছিল, বৃষ্টি ছাড়া এই আগুন থামানো অসম্ভব। অবশেষে এটা হয়েছে। কিন্তু ভয়াবহ আগুন থামাতে অনেক, আরও অনেক বেশি বৃষ্টির প্রয়োজন।’

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হাফিংটন পোস্ট শিরোনাম করেছে, ‘এই সামান্য বৃষ্টি অস্ট্রেলিয়াকে আগুনের হাত থেকে রক্ষা করবে না।’

সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়া ভিডিওতে জলন্ত্ব বনের পাশে বৃষ্টিতে ভিজে অগ্নি নির্বাপক কর্মীদের উল্লাস করতে দেখা গেছে। এখনও প্রচণ্ড তাপমাত্রা অস্ট্রেলিয়ায়। বনের পর বন জ্বলছে। তার মাঝে প্রকৃতির সুদৃষ্টির আভাস দেখে আনন্দিত দেশটির মানুষ। বৃষ্টির এই ধারা যেন বেড়ে যায় সেটাই প্রার্থনা সবার।

Bootstrap Image Preview