Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

 রঞ্জি ট্রফির ম্যাচে মাঠের মধ্যে ধরা পড়লো দুটি সাপ 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:৩৫ PM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ০৮:৩৫ PM

bdmorning Image Preview


ভারতের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ মর্যাদার আসর রঞ্জি ক্রিকেটে ম্যাচ চলাকালীন সময়ে মাঠের মধ্যে ধুকে পড়লো দুটি সাপ।

মুম্বাইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) ম্যাচে যেকোনো সময় সাপের দেখা মিলতে পারে মাঠে- এ ভাবনা থেকেই মূলত একজন সাপুড়েকে সার্বক্ষণিক রাখা হয় গ্যালারিতে। 

যেই না মাঠে ঢুকতে দেখা যায় একটি সাপ, সঙ্গে সঙ্গে সেটি ধরে ফেলেন সেই সাপুড়ে। খানিকপরে আরেকটি সাপ মাঠের মধ্যে ঢোকার মুখে ধরা পড়ে সেই সাপুড়ের হাতে।

সাপ ধরার এই ছবি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন ভারতীয় সাংবাদিক অমল করহরকার। তিনি ক্যাপশনে লিখে দেন, ‘বিকেসিতে আজকের দিনের হাইলাইটসই এটি। সাপুড়ে আজকের দিনে তার দ্বিতীয় সাপটি ধরলো। যদিও এটি বিষহীন সাপ।’

Bootstrap Image Preview