Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিভাবান খেলোয়াড়দের বের করে আনতে মাঠে নেমেছে বিকেএসপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ জানুয়ারী ২০২০, ১১:০০ AM
আপডেট: ০৫ জানুয়ারী ২০২০, ১১:০০ AM

bdmorning Image Preview


দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করতে বাছাই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপি। প্রথমবারের মতো এই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে। উত্তরবঙ্গের এই জেলায় এমন কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। খুদে খেলোয়াড় ও তাদের অভিভাবকরা বেশ আশাবাদী, বিকেএসপির এমন কার্যক্রমে।

দেশের ক্রীড়াঙ্গনে বড় ভূমিকা বিকেএসপির। দেশের একমাত্র প্রতিষ্ঠান যেটি খেলোয়াড়দের পাঠদানের পাশাপাশি দিচ্ছে ক্রীড়ার দীক্ষা। ফলে বিভিন্ন ডিসিপ্লিনের সিংহভাগ খেলোয়াড়ই আসে এই বিকেএসপি থেকে।

তবে রাজধানী কেন্দ্রিক হওয়ায় সাধারণত প্রত্যন্ত অঞ্চলের খেলোয়াড়রা সুযোগ পান না এই প্রতিষ্ঠানে। এবার তাই এগিয়ে এসেছে স্বয়ং বিকেএসপি। উত্তরবঙ্গের শহর দিনাজপুরে প্রথমবারের মতো আয়োজন করেছে বাছাইপর্ব। বাছাইকৃত খেলোয়াড়দের দেয়া হবে উন্নতমানের প্রশিক্ষণ। আর তাই বিকেএসপির এমন আয়োজনে বেশ উচ্ছ্বসিত অংশগ্রহণকারীরা।

বাছাইপর্বে আসা এক কিশোরী বলেন, আমার ইচ্ছা একজন ভালো ক্রিকেটার হওয়া। আমার স্বপ্ন যেনো আমি পূরণ করতে পারি। প্রবল ইচ্ছা সত্বেও অর্থ কিংবা সময়ের অভাবে অনেকেই সন্তানদের দিতে পারেননা রাজধানীর এই প্রতিষ্ঠানে। এমন সুযোগ মেলায় তাই আশাবাদী হয়ে উঠছেন অভিভাবকরাও।

অভিভাবকরা বলেন, সরকারের এটা একটা ভালো উদ্যোগ। আমরা আমাদের সন্তানদের বিকেএসপিতে ভর্তি করানোর সুযোগ পাচ্ছি। 

বিকেএসপি কর্তারাও সন্তুষ্ট ইতিবাচক সাড়ায়। আশাবাদী প্রতিভাবান খেলোয়াড়দের যথাযথ পরিচর্যার করতে পারবেন তারা।

দুদিনব্যাপী এই বাছাই কার্যক্রমে ক্রিকেট, ফুটবলসহ মোট ১৭টি ইভেন্টে রংপুর বিভাগের ৮ জেলার ১ হাজার ১৫০ জন খুদে খেলোয়াড় অংশ নেন।

Bootstrap Image Preview