Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মার্কিন দূতাবাস রক্ষায় ইরাক তার বাহিনী ব্যবহার করবে বলে আশা ট্রাম্পের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ PM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ০৭:৪১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


বাগদাদে মার্কিন দূতাবাস রক্ষায় মিত্রদেশ ইরাক নিজের বাহিনীকে ব্যবহার করবে বলে প্রত্যাশা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি যখন এমন কথা বলছিলেন, তখন ইরানপন্থী বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসের বাইরের দেয়াল ভেঙে ফেলেছে। এক টুইটে ট্রাম্প বলেন, আমরা প্রত্যাশা করছি, দূতাবাস রক্ষায় ইরাক তার বাহিনীকে ব্যবহার করবে বলে আমরা প্রত্যাশা করছি। কাজেই আমরা অবহিত করলাম।

মঙ্গলবার বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইরাকি বিক্ষোভকারীরা। তারা দূতাবাসের বাইরের দেয়াল ভেঙে ফেলেছেন এবং আমেরিকার ধ্বংস কামনা করে স্লোগান দিচ্ছেন।এর আগে মার্কিন হামলায় ইরান সমর্থিত একটি গোষ্ঠীর দুই ডজনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।

গত কয়েক বছরের মধ্যে এই প্রথম বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসে পৌঁছাতে সক্ষম হয়েছেন। ব্যাপক নিরাপত্তাসম্বলিত গ্রিন জোনের কয়েকটি তল্লাশি চৌকির পেছনে এই দূতাবাসের অবস্থান।হামলার জন্য ইরানকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, এজন্য তেহরান দায়ী থাকবে।টুইট পোস্টে তিনি বলেন, ইরাকে মার্কিন দূতাবাসে এখন হামলা চালাচ্ছে ইরান। এই ঘটনায় তাদের সম্পূর্ণভাবে দায়বদ্ধ করা হবে।

 

Bootstrap Image Preview