Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালাহউদ্দিনকে প্রশংসায় উড়ালেন ওয়াহাব রিয়াজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


বাংলাদেশের অন্যতম স্বনামধন্য কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের সঙ্গ উপভোগ করছেন পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ। বাঁহাতি এই পেসারের কাছে সালাহউদ্দিন বাংলাদেশের সেরা কোচ।

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) ঢাকা প্লাটুনের হয়ে খেলছেন ওয়াহাব। সেই সুবাদে সালাহউদ্দিনের সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে বাঁহাতি এই পেসারের। এবারের বিপিএলে একমাত্র দেশি কোচ হিসেবে কোনো দলের দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন।

বিপিএলের গত আসরেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচ সালাহউদ্দিনের সঙ্গে কাজ করেছেন ওয়াহাব। সালাহউদ্দিনের অধীনে ২০১৫ এবং ২০১৯ সালে বিপিএল শিরোপা ঘরে তোলে কুমিল্লা।

২০১৯ সালের শুরুতে আয়োজিত সেই আসরে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ফাইনালে কুমিল্লার হয়ে ৩ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন পাকিস্তানের পেসার ওয়াহাব। বিপিএলে তাঁর সফলতার পেছনে বড় অবদান রাখছেন সালাহউদ্দিন। এ ছাড়া দলের জন্য সঠিক পরিকল্পনা করা, ফর্মহীনতায় থাকা ক্রিকেটারদের সমর্থন করা; সালাহউদ্দিনের এসব কাজ মনে ধরেছে ওয়াহাবের।

সোমবার (৩১ ডিসেম্বর) ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তানের এই পেসার সালাহউদ্দিনের প্রশংসা করে বলেন, 'আমার কাছে মনে হয় সে (সালাহউদ্দিন) অসাধারণ একজন কোচ। সে ক্রিকেটের মৌলিক জিনিসগুলো সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে এবং ওই অনুসারে পরিকল্পনা করে। আমি তাঁর সঙ্গ উপভোগ করছি। খারাপ সময়ে আপনাকে সমর্থন করবে এবং আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। বাংলাদেশে কাজ করা কোচদের মধ্যে আমার কাছে সেরা সে।'

চলমান বিপিএলেও বল হাতে দারুণ ফর্মে রয়েছেন ওয়াহাব রিয়াজ। রাজশাহী রয়্যালসের বিপক্ষে গত ম্যাচে বিপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা বোলিং ফিগারটি গড়েছেন তিনি। মাত্র ৮ রান খরচায় ৫ উইকেট নিয়ে দলকে ৭৪ রানের জয় এনে দেন বাঁহাতি এই পেসার।

Bootstrap Image Preview