Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চোটাক্রান্ত মাহমুদউল্লাহকে নিয়ে ঝুঁকি নেবে না বিসিবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:৫৮ AM

bdmorning Image Preview


তিনটি টি-টোয়েন্টি আর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে জানুয়ারিতে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ দলের। আসন্ন পাকিস্তান সফরের আগে চোটাক্রান্ত মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

ইনজুরির কারণে চলতি বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। চোট থেকে ফিরে আবারও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এ অধিনায়ক।

তবে চট্টগ্রামের ইংলিশ কোচ পল নিক্সন আশাবাদী সপ্তাহ খানেকের মধ্যেই মাহমুদউল্লাহ খেলায় ফিরতে পারবেন। তিনি বলেন, ক্রিকেটারদের সব সময় ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়, এটা খেলারই অংশ। ঠাণ্ডায় শরীরের ওপর চাপ গেছে। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আরও এক সপ্তাহের মতো সময় লাগবে ওর মাঠে ফিরতে।

রোববার মিরপুরে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী বলেন, চট্টগ্রামে চোট পাওয়ার পর আমরা মাহমুদউল্লাহর স্ক্যান করিয়েছি। কিছুই পাইনি। সে সিলেট পর্বে খেলতে পারবে কী না বলা যাচ্ছে না। সামনে পাকিস্তান সিরিজ। আমরা ওটাই গুরুত্ব দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ও পুরোপুরি সুস্থ হয়ে না উঠছে, তাকে অনুমতি দিতে পারি না।

তিনি আরও বলেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স রিয়াদকে দ্রুত পেতে চাইবে এটাই স্বাভাবিক। সোমবার সে রানিং শুরু করবে এরপর ধীরে ধীরে অনুশীলন। তার ফেরাটা সময়সাপেক্ষ। ব্যক্তিগতভাবে খেলোয়াড়রা সিদ্ধান্ত নিলে ভিন্ন কথা।

Bootstrap Image Preview