Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে উইকেট পরিবর্তনের বিকল্প কিছু নেই: পল নিক্সন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:২৯ AM

bdmorning Image Preview


বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে উইকেট পরিবর্তনের বিকল্প কিছু দেখছেন না ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার পল নিক্সন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো বাংলাদেশকে হাইব্রিড উইকেট ব্যবহারের পরামর্শ দিয়েছেন সাবেক ইংলিশ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

বলে বাউন্স পেতে সাধারণত হাইব্রিড উইকেট ব্যবহার করে থাকে ইংল্যান্ড। এই ধরনের  সিংহভাগই উইকেট হয় কৃত্রিম। বাংলাদেশের উইকেটগুলো সেরকম নয়। তাই দেশের বাইরে গিয়ে সবসময়ই ধুঁকতে হয় বাংলাদেশকে।

হাইব্রিড উইকেটে খেললে দেশের বাইরেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতামূলক পারফরম্যান্স দেখাবে বলে মনে করেন বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচের দায়িত্বে থাকা নিক্সন। ইংলিশ এই কোচের অধীনে দারুণ করছে চট্টগ্রাম, পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।

বাংলাদেশে এসে এখানকার উইকেটের ধরন সম্পর্কে অবগত হয়েছেন নিক্সন। এখানকার ক্রিকেটকে উন্নত করতে হাইব্রিড উইকেটের ব্যবস্থা করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিখিত পরামর্শ দিয়ে যাবেন বলেও জানিয়েছেন তিনি।

রবিবার (২৯ ডিসেম্বর) দলকে নিয়ে মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছেন সাবেক ইংলিশ এই ক্রিকেটার। নিক্সন বলেন, ‘ইংল্যান্ডের বেশিরভাগ উইকেট হাইব্রিড। এই ধরনের উইকেটের ৮০ শতাংশ কৃত্রিম। বলে বেশি বাউন্স পাওয়ার জন্য তৈরি করা হয় এই উইকেটগুলো। বাংলাদেশের জন্য হাইব্রিড উইকেট অনেক সহায়তা করবে।’ 

‘যখন বাংলাদেশ বাইরে খেলতে যাবে, তারা বাউন্সি উইকেটের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারবে। আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের হাইব্রিড উইকেটের পেছনে বিনিয়োগ করা উচিত। আমি এটা টুর্নামেন্ট শেষে অবশ্যই মতামতে লিখে যাব। আন্তর্জাতিক ক্রিকেটে আমরা সব দলের কাছ থেকেই প্রতিযোগিতা চাই। আমরা আরও প্রতিদ্বন্দ্বিতামূলক বিশ্বকাপের আসর চাই।’ যোগ করেন তিনি।

বাংলাদেশের ক্রিকেটাররা প্রায়ই উইকেটের সমালোচনা থাকেন। যদিও দেশের ক্রিকেটে পরিবর্তন আনতে পদক্ষেপ নিচ্ছে বিসিবি। ভিন্ন প্রকৃতির উইকেট বানানোর চেষ্টা করছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

Bootstrap Image Preview