Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘এবিডি না থাকলে ম্যাক্সিই হতেন মিস্টার ৩৬০ ডিগ্রি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৭ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৭ AM

bdmorning Image Preview


মানসিক সমস্যা কাটিয়ে আবার ক্রিকেটে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। দুদিন আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ বিগ ব্যাশে বিস্ফোরক এক ইনিংসও খেলেছেন। যে ইনিংসের পর অজি অলরাউন্ডারের গুণকীর্তনে মজেছেন তার ক্লাব সতীর্থ ডেল স্টেইন।

ম্যাক্সওয়েল-স্টেইন দুজনই খেলছেন মেলবোর্ন স্টারসে। গত শুক্রবার অ্যাডিলেড স্টাইকার্সের বিপক্ষে ২৫ বলে ৪৩ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। এর মধ্যে যে চারটি ছক্কা তিনি হাঁকিয়েছেন, তা উইকেটের চারদিক দিয়ে। সেটা দেখেই সাউথ আফ্রিকান পেস ব্যাটারির মনে পড়ছে তার জাতীয় দলের সতীর্থ এবি ডি’ভিলিয়ার্সকে। যাকে ক্রিকেটে বলা হয়, ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। এবির সঙ্গে তুলনা টেনে স্টেইন বলছেন, এবি না থাকলে ম্যাক্সিই হতেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

উইকেটের চারদিকে এবং যেকোনো বোলারের বিরুদ্ধে যেকোনো ধরনের শট অবলীলায় খেলতে পারেন বলেই ডি’ভিলিয়ার্সের নাম হয়েছে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’। একই ধরনের গুণ আছে ম্যাক্সওয়েলেরও। সে কারণেই দুজনের তুলনা টেনে স্টেইন বলেছেন, ডি’ভিলিয়ার্সের মতো ক্রিকেটার দুনিয়ায় না থাকলে ম্যাক্সওয়েলই হতে পারতেন পারফেক্ট ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’।

ক্রিকেটডটমকএইউকে স্টেইন বলেন, ‘টি-টুয়েন্টির কথা যখন বলবেন, তখন আপনি খুব কমজনকেই দেখবেন যে তার (ম্যাক্সওয়েল) মতো পরিষ্কার পরিচ্ছন্নভাবে বল হিট করতে পারে। তিনি খুবই স্মার্ট। যদি আপনি এবি ডি’ভিলিয়ার্সের মতো ৩৬০ডিগ্রি খেলোয়াড়ের কথা বলেন তবে ‘ম্যাক্সি’ও আছে। এটি কেবলমাত্র একটি ডাকনাম যা এবি অর্জন করেছেন। কারণ সে তার মতো খেলে, তবে এবি আপনার চোখের কাছে না থাকলে খুব সহজেই ম্যাক্সি ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র মতো ডাকনাম পেতে পারতেন।’

ক্রিকেটের সংক্ষিপ্ত ভার্সনে অন্যতম ভয়ঙ্কর খেলোয়াড় ম্যাক্সওয়েল। সম্প্রতি চড়া দামে তাকে দলে টেনেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফ্র্যাঞ্চাইজি কিংস ইলিভেন পাঞ্জাব। অজি অলরাউন্ডারকে দলে নিতে ১০ কোটি ৭৫ লাখ রুপি খরচ করেছে প্রীতি জিনতার দল।

চলতি বিগ ব্যাশে দারুণ ছন্দে আছেন ম্যাক্সওয়েল। তিন ম্যাচে এরই মধ্যে করে ফেলেছেন ১২৮ রান। এর মধ্যে ৮৩ রানের একটি দুর্দান্ত ইনিংসও খেলেছেন তিনি।

Bootstrap Image Preview