Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেক্সাসের গির্জায় বন্দুকধারীর হামলা নিহত ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৫ AM

bdmorning Image Preview


যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি চার্চে ঢুকে গুলি চালিয়েছে এক বন্দুকধারী। প্রার্থনা চলাকালীন এ হামলা চালানো হয়েছে। এরপর হাসপাতালে নিয়ে গেলে দুজনের মৃত্যু হয়। পাল্টা গুলিতে হামলাকারীরও মৃত্যু হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার দুপুরে টেক্সাসের এই গির্জার বিশেষ প্রার্থনার লাইভ স্ট্রিমিং চলে। সে সময় এক বন্দুকধারী হামলা চালায়। সেই দৃশ্যের সাক্ষী হলেন বহু মানুষ।

এদিকে, এর আগে শনিবার সন্ধেবেলা নিউ ইয়র্কের রকল্যান্ড কাউন্টিতে হানুকা ফেস্টিভ্যালে মজেছিলেন সেখানকার ইহুদী সম্প্রদায়ের মানুষজন। আচমকাই এক ব্যক্তি সেখানে ছুরি নিয়ে ঢুকে হামলা চালায়। ৫ জন ছুরিকাহত হয়ে হাসপাতালে ভর্তি। হামলাকারী ঘটনাস্থল থেকে চম্পট দিলেও পরে পুলিশের হাতে ধরা পড়ে। 

জানা যায়, গ্রাফটন থমাস নামের ৩৭ বছর বয়সী এক যুবক হামলা চালিয়েছে। পুলিশ কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের পর প্রাথমিক ধারণা, শুধু ইহুদী বিদ্বেষই নয়, থমাসের মধ্যে জাতি ও বর্ণবিদ্বেষও রয়েছে প্রবলভাবে। আপাতত সে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে। 

Bootstrap Image Preview