Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তলানির সিলেট-রংপুরের ম্যাচ আজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সোমবারের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রংপুর রেঞ্জার্স এবং সিলেট থান্ডার। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।

এই বিপিএলে দুঃস্বপ্নের সময় পার করছে রংপুর এবং সিলেট। এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে রংপুর। সিলেট খেলেছে সাতটি ম্যাচ। দুটি দলই মাত্র একটি করে ম্যাচে জিতেছে।

রংপুর এবং সিলেটের প্লে অফের পথ অনেকটাই সরু হয়ে এসেছে। আনুষ্ঠানিকভাবে প্লে অফের পথ থেকে বাদ না গেলেও এই দুই দলের সম্ভাবনা খুব কম। 

দলের ছন্নছাড়া অবস্থার কারণে মানসিক অবস্থানও স্বস্তিদায়ক নয় দল দুটির। আসরের প্রথম ম্যাচে সন্দেহ জাগানিয়া একটি নো বল করেন সিলেটের স্পিনার ক্রিসমার সান্টোকি। এ কারণে আইসিসির দুর্নীতি দমন কমিশনের মুখোমুখিও হতে হয়েছে ক্যারিবিয়ান এই স্পিনার।

অপরদিকে গেল তিন ম্যাচে তিন অধিনায়কের অধীনে খেলেছে রংপুর। আসরের প্রথম চার ম্যাচে দলটির অধিনায়কত্ব করেন মোহাম্মদ নবি। আফগান এই অলরাউন্ডার নেতৃত্ব ছাড়লে ইংলিশ ক্রিকেটার টম অ্যাবল দলটিকে পাঁচ নম্বর ম্যাচে নেতৃত্ব দেন।

এরপর অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন দলের সঙ্গে যোগ দেয়ার পর রংপুরের গত ম্যাচে টম অ্যাবল দল থেকেই বাদ যান! নেতৃত্বভার দেয়া হয় ওয়াটসনকে। এমন অবস্থায় সিলেটের বিপক্ষে রংপুর কতটা লড়াই করতে পারে, সেটাই বড় প্রশ্ন!

রংপুর রেঞ্জার্স স্কোয়াডঃ শেন ওয়াটসন (অধিনায়ক), মোহাম্মদ নবি , মুস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা, রিশাদ হোসেন, লুইস গ্রেগরি, টম অ্যাবল, ক্যামেরন ডেলপোর্ট, মোহাম্মদ শাহজাদ ও জুনায়েদ খান।

সিলেট থান্ডার স্কোয়াডঃ মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু,  সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া, ক্রিসমার সান্টোকি, শারফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ শফিক, নাভিন উল হক, জনসন চার্লস ও জীবন মেন্ডিস।  

Bootstrap Image Preview