Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অস্ট্রেলিয়া সিরিজ চ্যালেঞ্জ হিসেবে দেখছি: গাঙ্গুলি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯, ১০:১৩ AM

bdmorning Image Preview


আগামী বছর নিজ মাঠে অস্ট্রেলিয়াকে পরাজিত করাটা ভারতের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। ২০১৮-১৯ মৌসুমে অস্ট্রেলিয়া দলে স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার না থাকায় ভারত তুলনামুলক সহজ জয় পেয়েছে, তাই আগামী বছর জয় পাওয়াটা বিরাট কোহলিদের জন্য তুলনামুলক কঠিন হবে মনে করছেন গাঙ্গুলি।

বল টেম্পারিং কেলেঙ্কারীর দায়ে স্মিথ ও ওয়ার্নার নিষিদ্ধ থাকায় অস্ট্রেলিয়ার মাটিতে ৭১ বছরের খড়া কাটিয়ে টেস্ট সিরিজ জয় করে ভারত।

স্মিথ-ওয়ার্নারের বিষয়টি উল্লেখ করে গাঙ্গুলি বলেন,‘ আমি মনে করি ২০২০ টেস্ট সিরিজটি ভারতীয় দলের জন্য অনেক বড় চ্যালেঞ্জিং হবে এবং আমি এটাও নিশ্চিত যে বিরাট ও তার দল যে মানে অবস্থান করছে, ২০১৮ সালে অস্ট্রেলিয়া দল তাদের সেরা প্রজন্মের ছিল না সেটা বুঝতে পারবে।’

আগামী বছর অনুষ্ঠেয় টি-২০ বিশ্বকাপের পর ১৮ অক্টোবর-১৫ নভেম্বর অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। গাঙ্গুলি বলেন, ‘আগামী অক্টোবরে কোহলিকে পুর্ন শক্তির ও শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভিন্ন কিছু মোকাবেলা করতে হবে। কঠিন একটি দলকে তাদের হারাতে হবে, এ জন্য ভারতীয় দলের বিশ্বাস থাকতে হবে, তাদেরকে পরাজিত করতে সব কিছু সঠিকভাবে করতে হবে।’

ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক আরো বলেন, ‘আমি এটা দেখার অপেক্ষায় আছি, আপনারা জানেন আমি অধিনায়ক হওয়ার সময় আমার অন্যতম একটা লক্ষ্য ছিল- সেরাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করা। ২০০৩ সালে অস্ট্রেলিয়া সফরের কথা আমার স্মরণে আছে-আমরা অসাধারণ পারফরমেন্স করেছিলাম এবং ভারতের বর্তমান দলটির সেটা করার মত সক্ষমতা আছে।’

গাঙ্গুলির নেতৃত্বে চার টেস্টের সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল ভারত। তবে অস্ট্রেলিয়া দলে ছিলেন না তাদের দুই সেরা বোলার গ্লেন ম্যাকগ্রা ও শেন ওয়ার্ন।

অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হারানোর সব কিছুই ভারতীয় দলে আছে মনে করার গাঙ্গুলি বলেন, ‘তাদের ফাস্ট বোলার আছে, স্পিনার আছে, বিরাট কোহলির মত চ্যাম্পিয়ন ব্যাটসম্যান আছে। সঙ্গে আছেন নতুন সেনসেশন আজিঙ্কা রাহানে এবং এখন ওপেনার হিসেবে রোহিত শর্মা।’

Bootstrap Image Preview