Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলের মাঝ পথে চট্টগ্রামের দলে লংকান ক্রিকেটার 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৭:১১ PM

bdmorning Image Preview


চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাঁর পরেও দল আরও শক্তিশালী করতে লংকান খেলোয়াড়  গুনারত্নেকে উড়িয়ে নিয়ে আসলেন।

বিপিএলে এবারই প্রথম খেলবেন গুনারত্নে। তবে গেল মৌসুমে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগে মোহামেডান স্পোটিং ক্লাবের হয়ে খেলেছেন তিনি।

ব্যাটিং-এর পাশাপাশি বল হাতেও বেশ পারদর্শী গুনারত্নে। মিডিয়াম এ পেস বোলার দেশের হয়ে ৬টি টেস্ট, ৩১টি ওয়ানডে ও ১২টি টি-২০ ম্যাচ খেলেছেন।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২২৫ রান ও বল হাতে ৫ উইকেট শিকার করেছেন গুনারত্নেকে। এছাড়া ৪৯টি টি-২০ ম্যাচে ৬টি হাফ-সেঞ্চুরিতে ৯১০ রান ও ২৮ উইকেট নিয়েছেন ৩৩ বছর বয়সী গুনারত্নে।

Bootstrap Image Preview