Bootstrap Image Preview
ঢাকা, ১৮ শনিবার, মে ২০২৪ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শোয়েব-কানেরিয়ার অভিযোগ নিয়ে মুখ মুখলেন  ইনজামাম-উল-হক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:০১ PM
আপডেট: ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:০১ PM

bdmorning Image Preview


হিন্দু হওয়ার কারণে জাতীয় দলে দানিশ কানেরিয়া ছিলেন বঞ্চনার শিকার, দিনদু’য়েক আগে পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতার।

আর আখতারকে সমর্থন জানিয়ে জাতীয় দলে কাটানো দিনগুলিতে তাঁর প্রতি অবিচারের ঘটনা স্বীকার করে মুখ খুলেছেন দানিশ কানেরিয়াও। তবে শোয়েব ও কানেরিয়ার এমন অভিযগের সত্যতা মানতে নারাজ প্রাক্তন পাক অধিনায়ক ইনজামাম-উল-হক।

একটি ইউটিউব চ্যানেলে ইনজি সমস্ত অভিযোগ নস্যাৎ করে জানান, ‘দানিশ কেরিয়ারের বেশিরভাগ সময়টা আমার নেতৃত্বেই খেলেছে। কিন্তু আমার কখনও মনে হয়নি যে তাঁর প্রতি অবিচার করা হয়েছে। কারণ মুসলিম না হওয়ার কারণে সতীর্থ ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করার মত ক্রিকেটার আমার দলে ছিল না। আমি বিন্দুমাত্র এমন কোনও ঘটনার আঁচ পায়নি।’ এপ্রসঙ্গে তিনি মহম্মদ ইউসুফের উদাহরণ টেনে এনেছেন।

ইনজির কথায়, ‘আমাদের দলে সে সময় ইউসুফও ছিল। সেও প্রথমে নন-মুসলিম ছিল। কিন্তু পরবর্তীতে আল্লাহর অনুগ্রহে সেও ধর্মান্তরিত হয়ে ইউসুফ ইয়োহানা থেকে মহম্মদ ইউসুফ হয়। ধর্মান্তরিত হওয়ার আগে বা পরে সে দলের অন্দরে কখনও নেতিবাচক কিছু অনুভব করেনি। যদি করত তাহলে সে কখনোই ধর্মান্তরিত হত না।’ সবমিলিয়ে শোয়েব এবং দানিশের অভিযোগকে তিনি কোনওভাবেই প্রশ্রয় দেননি। একইসঙ্গে ইনজির কথায় পাকিস্তানিরা এমন সংকীর্ণ মনস্ক নয়, তারা সকলকে হৃদয় দিয়ে আপন করে নিতে জানে।

Bootstrap Image Preview