Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফের অনশনে যাচ্ছেন পাটকল শ্রমিকরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM
আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview


তিন দফা আলোচনায়ও মজুরি কমিশন বাস্তাবায়নসহ ১১ দফা দাবি আদায় হয়নি পাটকল শ্রমিকদের। ফলে দাবি আদায়ের জন্য স্থগিত রাখা আমরণ অনশন কর্মসূচি আবারও শুরু করবেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা। আগামী রোববার (২৯ ডিসেম্বর) থেকে স্ব-স্ব মিল গেটে আগের মতই অনশনে বসবেন তারা।

গতকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাজধানীতে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পাটকল শ্রমিক-নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। শ্রমিকরা ওই বৈঠককে সময়ক্ষেপণের বৈঠক বলে দাবি করেছেন।

তৃতীয় দফায় অনুষ্ঠিত ওই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানসহ পাট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক থেকে বেরিয়ে শ্রমিক নেতারা জানান, মজুরি কমিশন বাস্তবায়নের ব্যাপারে প্রতিমন্ত্রী আরও এক মাস সময় চেয়েছেন। কিন্তু ওই এক মাস পর আসলেই মজুরি কমিশন বাস্তবায়ন হবে কি-না তা নিশ্চিত করে বলতে পারেননি কেউই। শুধু শুধু সময়ক্ষেপণ করার জন্য এক মাসের কথা বলা হচ্ছে।

বৈঠকে অংশ নেয়া খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক ও খুলনার ক্রিসেন্ট জুট মিলের সাবেক সিবিএ সভাপতি মুরাদ হোসেন বলেন, আলোচনা ব্যর্থ হয়েছে। এক মাসের সময় চাওয়া হয়েছে। কিন্তু শ্রমিকদের পক্ষে ওই সময় দেয়া সম্ভব নয়। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তাই তারা ফের আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেছেন।

এর আগে গত ১০ ডিসেম্বর দুপুর থেকে নিজ নিজ মিল গেটের সামনে অনশন কর্মসূচি শুরু করেছিলেন শ্রমিকরা। তীব্র শীতের মধ্যে টানা চারদিন ওই কর্মসূচি পালন করে অসুস্থ্য হয়ে পড়েন শতাধিক শ্রমিক। অনশন চলাকালে দুই শ্রমিক মারাও যান।

Bootstrap Image Preview