Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাত ১২টার মধ্যে সকল প্রকার পোস্টার-ব্যানার সরানোর নির্দেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১০:০৮ PM

bdmorning Image Preview


ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকার সকল প্রকার পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, তোরণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

গত মঙ্গলবার ইসির উপসচিব (নির্বাচন পরিচালনা-২ অধিশাখা) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিবকে পাঠানো চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার প্রচার সামগ্রী সরানোর শেষ দিন।

ইসির নির্দেশনায় বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীগণের পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা ইত্যাদি প্রচার সামগ্রী ও নির্বাচনি ক্যাম্প থাকলে সেগুলো অপসারণ করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন। এ লক্ষ্যে সম্ভাব্য প্রার্থীগণের নির্বাচনি প্রচারণা সামগ্রী থাকলে তা ২৬ ডিসেম্বর রাত ১২টার পূর্বে সংশ্লিষ্ট ব্যক্তিগণকে নিজ খরচে অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন নির্দেশ প্রদান করেছেন।

আগামী ৩০ জানুয়ারি দুই সিটির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পুরো নির্বাচন অনুষ্ঠিত হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

Bootstrap Image Preview