Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজশাহীর থেকে ঢাকায় ফেরত এলো পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিমান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৮:৫১ PM

bdmorning Image Preview


ঘন কুয়াশার কারণে রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ার লাইন্সের একটি বিমান অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় ফ্লাইটটি অবতরণের কথা ছিল। কিন্তু রাজশাহীর আকাশে কয়েকবার চক্কর দিয়েও অবতরণ করতে পারেনি।

ওই ফ্লাইটে যাত্রীদের মধ্যে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমও। তিনি নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লেখেন, ‘চারবার চেষ্টা করে রাজশাহীতে অবতরণ করতে না পেরে ঢাকায় ফেরত এসেছি।’

রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, ইউএস-বাংলার বি-স্টার ১৬১৬ ফ্লাইটটির অবতরণের নির্ধারিত সময় ছিল আজ সকাল ১০টা। কিন্তু ভোর থেকেই ঘন কুয়াশায় ঢাকা পড়ে আকাশ।

এরইমধ্যে ঢাকার হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড়াল দিয়ে রাজশাহীতে পৌঁছে। কুয়াশার কারণে অবতরণের সুযোগ পায়নি। কয়েক চক্কর দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত অববরণ করতে না পেরে ফিরে যায়।

Bootstrap Image Preview