Bootstrap Image Preview
ঢাকা, ২০ সোমবার, মে ২০২৪ | ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রথমবারে মতো জাপানে বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২ PM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ০৬:৫২ PM

bdmorning Image Preview


জাপানে একজন চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। গত কয়েক বছরের মধ্যে জাপানে এই প্রথমবারের মতো একজন বিদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হলো।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওই চীনা নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়। ওই ব্যক্তির নাম ওয়েই ওয়েই। তার বয়স হয়েছিল ৪০ বছর।

ইতোমধ্যে বিষয়টি নিশ্চিত করেছে জাপানের বিচার মন্ত্রণালয়। এ বিষয়ে বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, একই পরিবারের চার সদস্যকে খুন করার অপরাধে ওয়েই ওয়েই নামে ওই ব্যক্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। বৃহস্পতিবার সেই শাস্তি কার্যকর করা হয়েছে।

এ দিকে একই ঘটনায় যুক্ত অন্য দুজন চীনে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। সেখানে গ্রেফতারের পর ২০০৫ সালে একজনের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অন্যজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

Bootstrap Image Preview