Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইব্রাহিমোভিচের নাক ভেঙে দিয়েছে কে?

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM
আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯, ১১:৪৫ AM

bdmorning Image Preview


সুইডেনের স্টকহোমে অবস্থিত জ্লাতান ইব্রাহিমোভিচের মুর্তিটি আবার ভাঙা হয়েছে। এবার দেখা যাচ্ছে, সেই মুর্তিটির নাকই উধাও করে দিয়েছে দুর্বৃত্তরা।

এ নিয়ে তৃতীয়বার আক্রান্ত হলো ইব্রাহিমোভিচের মুর্তি। এ থেকেই বোঝা যায়, সুইডেনে ইব্রা বিরোধীও কম নেই। কিন্তু মানুষের বিরোধীতা থাকতেই পারে, তাই বলে এভাবে মুর্তি ভেঙে দিতে হবে?

স্টকহোমের মালমো স্টেডিয়ামের প্রবেশদ্বারেই স্থাপন করা হয়েছে জ্লাতান ইব্রাহিমোভিচের মুর্তি। গত নভেম্বরেই প্রথম ইব্রার মুর্তিতে আগুন ধরিয়ে দেয়া হয়। এরপর ডিসেম্বরের শুরুতেই দুষ্কৃতিকারীরা মুর্তিটিকে পুরোপুরি ভেঙে ফেলে। শুধুমাত্র স্ট্যাচুর ওপর ইব্রার পা দেকা যাচ্ছিল।

পুলিশ পরে এসে টেকনিসিয়ানদের সহায়তায় আবারও সেই মুর্তি প্রতিস্থাপন করে। এবার আর পুরো মুর্তি ভাঙা হয়নি। ইব্রার মুর্তির শুধু নাকটা ভেঙে নিয়ে গেছে দুর্বৃত্তরা।কারা এমন ঘটনা ঘটায়? ধারণা করা হচ্ছে মালমোর প্রধান প্রতিদ্বন্দ্বী হ্যামারবির উগ্রপন্থী সমর্থকরা এমন অঘটন ঘটিয়ে আসছে। কারণ, ২০ বছর আগে এই ক্লাবের হয়ে ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন বর্তমানে ৩৮ বছর বয়সী জ্লাতান ইব্রাহিমোভিচ।

সর্বশেষ এই ঘটনার পর স্টকহোম পুলিশ বেশ গুরুত্ব দিয়ে দেখছে ব্যাপারটা। দৃষ্কৃতিকারীদের গ্রেফতার করতে মাঠে নেমেছে তারা। মুর্তিটির ভাস্কর পিটার লিন্ডে সবার প্রতি আহ্বান জানিয়েছেন, যেন এই অপকর্মটি আর করা না হয়।

মালমো সহ-সভাপতি কাবেহ হসেইনপোর একে সম্পূর্ণ ‘অর্থহীন কাজ’ বলে অভিহিত করেছেন। মালমো সমর্থকরাও চান না মুর্তিটি বর্তমান স্থানে থাকুক। তারা ইতিমধ্যেই অনলাইনে পিটিশন দেয়া শুরু করেছে যে, যেন দ্রুত মুর্তিটি সরিয়ে ফেলা হয়।

Bootstrap Image Preview