Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শত বাধা আর অসুস্থ শরীর নিয়েই ছোট ভাইয়ের কেবিনে ছুটে যাচ্ছেন নুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৯ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


একই দিনে হামলার শিকার হন দুই ভাই। বড় ভাইয়ের ওপর হামলা ঠেকাতে ছোট ভাই দাঁড়িয়ে যান সামনে। পেতে দেন নিজের বুক। হামলাকারীদের বড় আক্রমণগুলো গিয়ে পড়ে তার ওপর। ভাইকে কিছুটা রক্ষা করতে পারলেও নিজেই আহত হন বেশি।

নির্মম এ হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর নিজে অসুস্থ হলেও ছোট ভাইকে দেখতে ছুটে যাচ্ছেন মাঝে মাঝে। রবিবার ডাকসুতে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহত হন তারা দুজন।

দুজনেই বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে।  

ভাইকে নিয়ে বর্তমানে কেবিনে চিকিৎসারত নুরকে দেখা গেছে উদ্বেগ প্রকাশ করতে। সে ঘটনারই বিবরণ দেন ছাত্র অধিকার পরিষদের নেতা মসিউর রহমান। 

বুধবার কয়েকটি ছবি দিয়ে তিনি ফেইসবুকে লেখেন-

'এ যে রক্তের সাথে রক্তের টান,আত্মার সাথে আত্মার বাঁধন....

অসুস্থ ডাকসু ভিপি নুরুলহল নুর আপন ছোটভাই আমিনুরকে দেখতে গিয়েছেন।আমিনুর এর অবস্থা এখনও আশংকাজনক।

ছোট ভাইয়ের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছিলো নুর ভাইয়ের।তাই আমাদের শতো বাধা সত্বেও অসুস্থ শরীর নিয়েই ছোট ভাই আমিনুরকে দেখতে তার কেবিনে ছুটে যান নুরুল হক নুর.......

এটাই তো আত্মার টান,ভালোবাসার বন্ধন..'

এ হামলায় গুরুতর আহত হামলায় আহত এপিএম সোহেলের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে।

সফলভাবেই তার অস্ত্রোপচারের সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড প্রধান অধ্যাপক ডা. মো. রাজিউল হক।

তিনি জানান, সোহেলের অবস্থা শঙ্কামুক্ত বলা যাবে না তা বোর্ড মিটিংয়ে দুপুরেই বলা হয়েছিল। এরপর তার মাথার আরও একটি সিটিস্ক্যান করা হয়।

Bootstrap Image Preview