Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শান্তিতে বসবাস করছে বাংলাদেশের মানুষ: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৫:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেছেন, সারাবিশ্বের মধ্যে ধর্মীয় সম্প্রীতির আদর্শ বাংলাদেশ। এই সম্প্রীতি ধরে রাখতে সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। দেশে ধর্মীয় সম্প্রীতি অব্যাহত আছে।

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরের নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে বড়দিনের কেক কাটার আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সারাবিশ্বে অনেক উন্মাদনা থাকলেও বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করছে। শান্তির ধারাবাহিকতায় দেশ উন্নয়নের লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। এ সময় দেশবাসীকে বড়দিনের শুভেচ্ছা জানান পররাষ্ট্রমন্ত্রী।

কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রীর স্ত্রী সেলিনা মোমেন প্রমুখ।

Bootstrap Image Preview