Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যর্থ হবেন সৌরভ গাঙ্গুলি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৪৩ PM

bdmorning Image Preview


ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই’র সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে একের পর এক কঠোর সিদ্ধান্ত নিচ্ছেন সৌরভ গাঙ্গুলি। সভাপতির দায়িত্ব নেয়ার পরই তিনি সিদ্ধান্ত নেন ভারতের মাটিতে প্রথমবার অনুষ্ঠিত হবে দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। প্রতিপক্ষ বাংলাদেশকে রাজীও করিয়ে ফেলেন তিনি এবং তাতে সফল হন।

ভারতীয় ঘরোয়া ক্রিকেটের জন্যও তিনি নিয়েছেন অনেক সিদ্ধান্ত। তবে, সবচেয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন তিনি আরও একটি। তিনি উদ্যোগ নিতে যাচ্ছেন, প্রতি বছর চারজাতি একটি টুর্নামেন্ট আয়োজন করার। সেই চারজাতি টুর্নামেন্টের অপরিহার্য তিন দেশ হবে ভারত, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড। সঙ্গে অন্য বড় কোনো একটি দলকে নেয়া হবে।

বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির এই চিন্তা-ভাবনা মিডিয়ায় প্রকাশ হওয়ার পরই সর্বোচ্চ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে পাকিস্তানের পক্ষ থেকে। দেশটির সাবেক অধিনায়ক এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলির এই পরিকল্পনা নিশ্চিত ব্যর্থ হবে। তিনি এখানে সফল হতে পারবেন না।’

কেন সফল হবে না, ব্যর্থ হবে? ইউটিউবে ছাড়া এক ভিডিও বার্তায় সে ব্যাখ্যাও দিয়েছেন রশিদ লতিফ। তিনি বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলির এই চারজাতি টুর্নামেন্টের আইডিয়া হচ্ছে আইসিসির তিন মোড়ল নীতিরই নতুন ভার্সন। বিগ থ্রি তথা তিন মোড়ল আইডিয়া যেমন সফল হয়নি ব্যর্থ হয়েছে, তেমনি চারজাতি টুর্নামেন্টের চিন্তাটাও সফল হবে না।’

তিন মোড়ল তথা বিগ থ্রি তো আইসিসি পরিচলানার ক্ষেত্রে প্রযোজ্য ছিল। কিন্তু চারজাতি টুর্নামেন্টকে কেন তার সাথে জড়ানো হবে? সে জবাবও দিয়েছেন রশিদ লতিফ। তিনি বলেন, ‘ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং অন্য যে দেশটিকে নিয়ে চারজাতি টুর্নামেন্টের আয়োজন করা হবে, সেই চার দলই চাইবে অন্য দেশগুলোকে কোনঠাসা করে ফেলতে। আইসিসির অন্য সদস্য দেশগুলোর জন্য এটা সুখবর নয়। এ কারণেই আমার মনে হয়, বিগ থ্রির পর চার দেশের এই টুর্নামেন্টও ফ্লপ হবে, সফল হবে না।’

Bootstrap Image Preview