Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মুশফিকের অধিনায়কত্বে পূর্ণ আস্থা তালহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


চলমান বঙ্গবন্ধু বিপিএলে ৫ ম্যাচে ৫১.৩৩ গড়ে ১৫৪ রান করেছেন মুশফিকুর রহিম। রাজশাহী রয়্যালসের বিপক্ষে তাঁর ব্যাটিং নৈপুণ্যেই ৫ উইকেটের সহজ জয় পায় খুলনা টাইগার্স।

সেই ম্যাচে (৯ নম্বর ম্যাচ) ৪ ছক্কা এবং ৯ চারের সাহায্যে ৫১ বলে ৯৬ রানের ইনিংস খেলেন টাইগার্স অধিনায়ক মুশফিক। জাতীয় দলের এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের সামর্থ্য নিয়ে তাই কোনো সন্দেহ নেই দলটির বোলিং কোচ তালহা জুবায়েরের। 

মুশফিকের প্রতি পূর্ণ আস্থা রেখে সাবেক এই পেসার বলেন, 'মুশফিক অনেক অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী। অনেকদিন ধরে মুশফিক খেলছে এবং আমি মনে করি বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম। খুলনা দল তরুণ এবং অভিজ্ঞ ক্রিকেটারের মিশেলে গড়া।' 

খুলনা টাইগার্সের হয়ে টুর্নামেন্টে খেলছেন নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, সাইফ হাসান, আলিস আল ইসলামদের মতো তরুণরা। অধিনায়ক হিসেবে তরুণদের সঠিক দিক নির্দেশনা দেয়ার কাজটি করতে হচ্ছে মুশফিককেই।

একই সঙ্গে সামনে থেকে নেতৃত্ব দেয়ার কাজটিও করছেন তিনি। তালহার বিশ্বাস এসকল দায়িত্ব সঠিকভাবেই পালন করছেন মুশফিক। টাইগার্সদের বোলিং কোচের ভাষ্যমতে, 'মুশফিক সব সময় দায়িত্ব নিতে পছন্দ করে। এই দলে সে আরও বেশি দায়িত্ব নিচ্ছে কারণ সে জানে এখানে তাঁর ওপর নির্ভর করে অনেক কিছু। মুশি ধরণের চ্যালেঞ্জ নিয়ে খেলতে পছন্দ করে।'

খুলনা টাইগার্স দলঃ মুশফিকুর রহিম (অধিনায়ক), শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম, রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান ও রামানউল্লাহ গুরবাজ।

Bootstrap Image Preview