Bootstrap Image Preview
ঢাকা, ১৯ রবিবার, মে ২০২৪ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সবকিছুর পরও নেইমারের পেছনেই ছুটবে বার্সা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ AM
আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯ AM

bdmorning Image Preview


গত গ্রীষ্মে একদফা রশি টানাটানি হয়েছে। ফিরতে না পেরে পুরনো ক্লাবকে আবারও আদালতে নিচ্ছেন নেইমার। এতসব ঝামেলা তারপরও মনে রাখতে চায় না বার্সেলোনা। আসছে গ্রীষ্মে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ফেরাতে নতুন করে ঝাঁপাবে কাতালান ক্লাবটি।

পিএসজির আকাশছোঁয়া দাবির কাছে গত দলবদলে পেরে উঠেনি বার্সা। যে দামে কেনা হয়েছিল সেই ২২২ মিলিয়ন ইউরো ছাড়া কোনভাবেই ছেড়ে দেয়া হবে না, পিএসজির এমন বক্তব্যের পরেও একাধিক দাম-প্যাকেজ হাঁকিয়ে শেষ নাগাদ ব্যর্থ হয়েছিল কাতালানরা। এমনকি নেইমার নিজের পকেট থেকে ২০ মিলিয়ন ইউরো ঢালতে চেয়েও ফিরতে পারেননি স্পেনে।দলবদলের নাটক শেষে একাধিকবার চোটে পড়েছেন ২৮ বছর বয়সী তারকা।

পিএসজি সমর্থকদের মনে জায়গা হারিয়েছেন, মাঠে নেমে শুনেছেন দুয়ো। বকেয়া বেতন আদায়ের জন্য নতুন করে মামলা করেছেন বার্সার নামে। 

সবকিছুর পরও নেইমারের পায়ে যে মরচে ধরেনি সেটা প্রমাণ করে ছেড়েছেন মাঠের খেলায় নেমেই। কাইলিয়ান এমবাপের সঙ্গে জমে উঠেছে জুটি। তাই নতুন করে সাবেক খেলোয়াড়টিকে ঘরে ফেরানোর চিন্তা শুরু করে দিয়েছে বার্সা।

চলতি মৌসুমের শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে অ্যান্টনিও গ্রিজম্যান ও আয়াক্স থেকে ফ্রেঙ্কি ডি ইয়ংকে কিনে এনেছে বার্সা। সামনের মৌসুমে তাদের নতুন টার্গেট নেইমার। ধারণা করা হচ্ছে, পিএসজির দাবিকৃত ২২২ মিলিয়ন ইউরোর অর্ধেকটা খেলোয়াড় বিক্রি করে উঠিয়ে আনতে পারলেই কাজটা সহজ হয়ে যাবে বার্সার জন্য।

অন্যদিকে বর্তমান ক্লাবের সঙ্গে আর মাত্র দেড় মৌসুম চুক্তি বাকি আছে নেইমারের। যে উদ্দেশ্যে আনা সেই চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে পারলে তবেই নতুন করে চুক্তির কথা ভাববে পিএসজি। তাতে কাজটা সহজ হয়ে যেতে পারে বার্সার জন্য। চুক্তি নিয়ে দোটানা থাকার সুবিধাটাও নিতে চাইবে ক্লাবটি।

Bootstrap Image Preview