Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে: পররাষ্ট্রমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ভারতে কোনও অবৈধ বাংলাদেশি থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

মঙ্গলবার সিলেটে বিজিবির ১৯ ব্যাটালিয়নের অভিযানে উদ্ধার করা প্রায় ১৭ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে যোগদান শেষে ভারতের নাগরিকপঞ্জি ও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ভারতে কোন অবৈধ বাংলাদেশী থাকলে তাদের যতাযত প্রক্রিয়ায় ফিরিয়ে আনা হবে। ভারত এমন কিছু করবেনা যাতে বাংলাদেশে অশান্তি তৈরী হয়। কারণ ভারত ভালো থাকলে, বাংলাদেশ ভালো থাকে, সেখানে অশান্তি হলে বাংলাদেশে অশান্তি দেখা দেয়। তাই ভারত কথা দিয়েছে, এমন কিছু করবেনা যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্থ হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এনআরসি ভারতের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের উদ্বেগের কিছু নেই। ভারতে কোনো অবৈধ বাংলাদেশি থাকলে ফেরত আনা হবে। যথাযথ প্রক্রিয়ায় তাদের বাংলাদেশে ফেরত আনা হবে।

আসামের নাগরিকপঞ্জি প্রকাশের পর ভারত থেকে সীমান্ত দিয়ে কিছু মানুষকে বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা প্রসঙ্গে ড. মোমেন বলেন, ভারতে থাকা কাউকেই বাংলাদেশে পুশইন করা হবে না বলে ইতোমধ্যে ভারত আমাদের আশ্বস্ত করেছে। ভারত বারবার বলেছে, কাউকে জোর করে বাংলাদেশে পাঠানো হবে না।

Bootstrap Image Preview