Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১০ হাজার ৮০০ পিস নিয়ে ওমরায় যাচ্ছিলেন ইউনুস!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:১৪ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৯, ০৮:১৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মো. ইউনুস ওমরাহ পালনের জন্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরব যাচ্ছিলেন। সেই ওমরা যাত্রীর ট্রলি ব্যাগে মিলল কিনা ১০ হাজার ৮০০ পিস ইয়াবা!

শাহ আমানত বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার-ই-জামান বলেন, ‘আজ (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় এয়ার এরাবিয়া জি-৫২৭ ফ্লাইটযোগে শারজাহ হয়ে জেদ্দা যাওয়ার কথা ছিল মো. ইউনুসের। বিমানবন্দরে স্ক্যানিং মেশিনে ওই যাত্রীর ট্রলি ব্যাগে ইয়াবার উপস্থিতি ধরা পড়ে। পরে ওই ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়।’

তিনি আরও বলেন, ‘ইয়াবা উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস ওমরাহ পালনের জন্য যাচ্ছিলেন বলে জানিয়েছেন। ধারণা করছি, হয় সে নিজে ইয়াবা পাচারকারী; নিরাপত্তা কর্মীদের নজরদারি এড়াতে এ পথ বেছে নিয়েছিলেন। অথবা কোনো সংঘবদ্ধ গোষ্ঠী তাকে ব্যবহার করে ইয়াবা পাচারের চেষ্টা করেছে।’

উইং কমান্ডার সরওয়ার-ই-জামান জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর ইউনুসকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview