Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ব্যাটসম্যানের মতো চিন্তা করেই সফল ‘বোলার’ সৌম্য

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ PM
আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৯, ১২:১৬ PM

bdmorning Image Preview


বেশ কিছুদিন ধরেই ব্যাটসম্যান হিসেবে খুব একটা ছন্দে নেই জাতীয় দলের বাঁ-হাতি টপঅর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার। অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দক্ষিণ এশিয়ান গেমসে রান পেয়েছেন বেশ কিছু ম্যাচে। কিন্তু চলতি বিপিএলে ভালো শুরুর পরেও ইনিংস বড় করতে পারেননি তিনটি ইনিংসে।

তবে তার দ্বিতীয় স্বত্ত্বা অর্থাৎ বোলিং দিয়ে বেশ সফল তিনি। কুমিল্লা ওয়ারিয়র্সের ষষ্ঠ বোলার হলেও, চার ম্যাচেই রেখেছেন কার্যকরী ভূমিকা। এই চার ম্যাচে তার শিকার তৃতীয় সর্বোচ্চ ৭টি উইকেট। মাথা খাটিয়ে বোলিং করে অধিনায়কের আস্থার পাত্রে পরিণত হয়েছেন বোলার সৌম্য।

নিজের বোলিংয়ের উন্নতির পেছনে কারণ হিসেবে সৌম্য দিয়েছেন দারুণ এক ব্যাখ্যা। নিজে মূলত ব্যাটসম্যান হওয়ায়, একজন ব্যাটসম্যান তার বোলিংয়ের বিপক্ষে কেমন খেলতে পারে- তা ভালোই জানা এ ডানহাতি মিডিয়াম পেসারের। এ জিনিসটাই তিনি কাজে লাগান মাপা বোলিং করার ক্ষেত্রে।

আজ (রোববার) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ওয়ারিয়র্সের অনুশীলন শেষে সংবাদ মাধ্যমে সৌম্য বলেন, ‘আমি চিন্তা করি যখন আমি ব্যাটিং করতাম তখন কি করতাম, সেটা ভেবেই বল করি। লাইন লেন্থটা বজায় রাখার চেষ্টা করছি।’

যেহেতু বোলার হিসেবেই এখন তিনি বেশি সফল। তাহলে চলতি বিপিএলে নিজেকে কী হিসেবে দেখছেন সৌম্য? তার জবাব, ‘এখন আমি দুটোই করছি। যখন যেটাতে থাকছি, চেষ্টা করছি শতভাগ দেওয়ার জন্য। ব্যাটিংয়ে হলে ব্যাটিং, বোলিং হলে বোলিং দিয়েই অবদান রাখার চেষ্টা করছি।’

তবে বোলিংয়েও যে এখন মনোযোগ বাড়িয়েছেন তা স্বীকার করে নিয়েছেন সৌম্য, ‘শুরুতে যখন ঢুকেছি তখন তিনটা করে পেসার খেলতো, সেভাবে সুযোগ পাইনি। সুযোগ পেলেও, নিজেকে (বোলার হিসেবে) প্রমাণ করতে পারিনি বলে পরের ম্যাচগুলোতে সুযোগ হয়নি। তো এখন চেষ্টা করছি, ওটার দিকে মনোযোগও বাড়িয়েছি সত্য। দুইদিকেই, ব্যাটিংটাই আমার মূল। তবে চাইছি দুইদিকেই ফোকাস দিতে।’

Bootstrap Image Preview